কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডের কাটাবিল এলাকার বাসিন্দা নাসরিন আক্তার পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১১ আগস্ট) সকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
নাসরিন আক্তার অভিযোগ করেন, ২০১২ সালের ১৫ জুন সকালে একটি সন্ত্রাসী চক্র লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে তার পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা চালায়। স্থানীয়দের প্রতিবাদের মুখে দখলের চেষ্টা ব্যর্থ হলেও পরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনার পর ২০১২ সালের ১৮ জুন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আসলামসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তবে মামলার পরও বিভিন্ন কৌশলে ওই সন্ত্রাসী চক্র জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী বলেন আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে মানসিক ও সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছি। আমরা এই চক্রান্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি চাই।
সংবাদ সম্মেলনে তিনি সরকারের অন্তর্বর্তীকালীন দপ্তর, স্বরাষ্ট্র উপদেষ্টা, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সোহেল মিয়া, নজরুল ইসলাম এবং জাহানারা বেগম।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত