১৬ মামলার আসামি কদু আলমগীর গ্রেপ্তার

১৬ মামলার আসামি কদু আলমগীর গ্রেপ্তার

লক্ষ্মীপুর সংবাদদাতা:

লক্ষ্মীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হত্যা ও মাদকসহ ১৬ মামলার আসামি সন্ত্রাসী আলমগীর ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে ভোররাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরী গ্রামের ইমাম উদ্দিন মিঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আলমগীর একই ইউনিয়নের গণেশ্যামপুর গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় কদু আলমগীর এলাকায় একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নেতৃত্বে একটি সশস্ত্র বাহিনী সক্রিয়। যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যাসহ মাদক, অস্ত্র, ডাকাতি প্রস্তুতিসহ মোট ১৬টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এদিন সকালে সদর উপজেলার বশিকপুর এলাকা থেকে আলামিন নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ২০১৫ সালের দুটি মামলার মধ্যে একটির ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন তিনি। তাকেও বিকেলে আদালতে সোপর্দ করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার লালমাইতে ভুয়া গাইনি চিকিৎসক খাচায় বন্দি

কুমিল্লায় ভুয়া গাইনি চিকিৎসককে জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি:

এমবিবিএস ডিগ্রি নেই, নেই বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন। তবুও দীর্ঘ এক দশক ধরে নিজেকে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মোসা. আছিয়া আক্তার মিনু নামের এক নারী। গর্ভবতী নারীদের চিকিৎসা থেকে শুরু করে করাতেন নরমাল ডেলিভারিও।

বিষয়টি নজরে আসার পর বুধবার (৯ জুলাই) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে অভিযান চালিয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

এ অভিযানে নেতৃত্ব দেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। তাকে সহায়তা করেন লালমাই আর্মি ক্যাম্প ও ভুশ্চি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

দণ্ডপ্রাপ্ত আছিয়া আক্তার উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভুশ্চি বাজার এলাকার আবদুর রশিদের মেয়ে। তিনি ভুশ্চি উপ-স্বাস্থ্য কেন্দ্রের পাশে ভাড়া বাসায় ‘মেসার্স সুরাইয়া মেডিকেল হল’ নামে একটি চেম্বার চালাতেন। সেখানেই চিকিৎসা দেওয়ার নামে রোগীদের কাছ থেকে ফি আদায় করতেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ভুয়া চিকিৎসক বিভিন্ন জটিল গাইনি সমস্যায় আক্রান্ত নারীদের ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন। অনেক রোগী ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ কেউ স্বাস্থ্যঝুঁকিতেও পড়েছেন।

অভিযানের পর এলাকাবাসী প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি