
লক্ষ্মীপুর সংবাদদাতা:
লক্ষ্মীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হত্যা ও মাদকসহ ১৬ মামলার আসামি সন্ত্রাসী আলমগীর ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে ভোররাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরী গ্রামের ইমাম উদ্দিন মিঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আলমগীর একই ইউনিয়নের গণেশ্যামপুর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় কদু আলমগীর এলাকায় একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নেতৃত্বে একটি সশস্ত্র বাহিনী সক্রিয়। যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যাসহ মাদক, অস্ত্র, ডাকাতি প্রস্তুতিসহ মোট ১৬টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এদিন সকালে সদর উপজেলার বশিকপুর এলাকা থেকে আলামিন নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ২০১৫ সালের দুটি মামলার মধ্যে একটির ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন তিনি। তাকেও বিকেলে আদালতে সোপর্দ করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।