সাংবাদিক তুহিন হত্যা: প্রধান আসামি আরমান গ্রেফতার

সাংবাদিক তুহিন হত্যা: প্রধান আসামি আরমান গ্রেফতার

গাজিপুর জেলা প্রতিনিধি:

সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় সরাসরি জড়িত প্রধান আসামি রফিকুল ইসলাম আরমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। এর মধ্য দিয়ে এই মামলার এজাহারভুক্ত আটজন আসামির সবাই গ্রেপ্তার হলেন। সোমবার (১১ আগস্ট) রাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে আরমানকে আটক করা হয় এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান গণমাধ্যমকে জানান, সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরা যে ব্যক্তিকে দেখা গেছে, তিনিই হলেন আরমান, যিনি তুহিন হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন। বেশ কিছুদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল।

এর আগে, গত শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান এক প্রেস ব্রিফিংয়ে জানান যে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডে সরাসরি আটজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তখন সাতজনকে গ্রেপ্তার করা হলেও আরমান পলাতক ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক তুহিনকে ধাওয়া করে। তিনি একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরদিন শুক্রবার সকালে নিহত তুহিনের বড় ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা আসাদুজ্জামান তুহিন পরিবারসহ গাজীপুর নগরের চৌরাস্তা এলাকায় থাকতেন। র‍্যাব, পুলিশ এবং পিবিআই এই ঘটনার তদন্তে আলাদাভাবে কাজ করছে।

গাজীপুর মেট্রো পুলিশ এবং টঙ্গী বিসিক শিল্প নগরী সমঝোতা স্বাক্ষর

সৈয়দা রোকসানা পারভীন রুবিঃ
গাজীপুরের টঙ্গীতে বিসিক শিল্প কারখানা এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত রাখার নিমিত্তে শিল্প মালিক এবং পুলিশ প্রশাসনের সহিত সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠান করা হয়েছে। ২৬ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় বিসিক এলাকায় ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার ভিতরে এ অনুষ্ঠান করা হয়।
টঙ্গীর বিসিক শিল্প মালিক কল্যান সমিতির সভাপতি সৈয়দ তানভীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখ এর সহযোগীতায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ পুলিশ কমিশনার (অপরাদ দক্ষিন) মাহাবুব উজ জামান, উপ পুলিশ কমিশনার (ডিবি দক্ষিন) ইব্রাহীম খান, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম, অনন্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ এর ডাইরেক্টর ইনামুল হক খান প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান