বাউফলে সদর ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাহামুদ হাসান বাউফল প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল ইউনিয়নে ০৩-১২-২০২২ খৃঃ শনিবার সকাল ১০ ঘটিকায় অলিপুরা এনামুল হক মামুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের দূর্গখ্যাত বাউফল ইউনিয়নে সমাবেশকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে সমাবেশ
অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাবেক চীফহুইপ, পটুয়াখালী -২ আসনের সাংসদ জনাব আ স ম ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস- চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান। বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সামসুল আলোম মিয়া।উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম ফারুক। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিন হাওলাদার,সূর্যমনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল বিশ্বাস,জেলা পরিষদের সদস্য,উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান শিরাজ। চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বাউফল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম সাদ্দাম।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, কম্পিউটার-নথিপত্র পুড়ে ছাই

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, কম্পিউটার-নথিপত্র পুড়ে ছাই

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র, কম্পিউটার, ব্যালট বাক্স ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে অফিসের হিসাব শাখার একটি রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্রের মধ্যে ছিল পুরাতন ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ, ফটোকপি মেশিন ও কিছু গুরুত্বপূর্ণ ফাইল।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সকালবেলা দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানিয়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর পরিচ্ছন্নতাকর্মী তার কাজ করতে গিয়ে একটি কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। পরে অন্যদের বিষয়টি জানালে সবাই মিলে হিসাব শাখার রুমে আগুন জ্বলতে দেখেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৭টা ২৬ মিনিটে খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন মূল স্টোরে ছড়িয়ে পড়েনি, শুধুমাত্র হিসাব শাখার একটি কক্ষে সীমাবদ্ধ ছিল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

ঘটনার সময় অনেকে ঘুমিয়ে থাকায় প্রাথমিকভাবে কেউ তা বুঝতে পারেননি। যদিও সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবুও নির্বাচন অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ও যন্ত্রপাতি আগুনে পুড়ে যাওয়ায় প্রশাসনিক কর্মকাণ্ডে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন