বিদেশি মদ অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিদেশি মদ অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ তোফাজ্জল হোসেন হত্যা মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজা বাহাদুরকে (২৮) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃত রাজা বাহাদুর উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল জামিরদিয়া ডুবালিয়া পাড়ায় বাহাদুরের বাসায় অভিযান চালায়। তল্লাশিতে ১১৩ বোতল বিদেশি মদ, চারটি দেশীয় অস্ত্র (রামদা) ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বাহাদুরের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া তার নামে পূর্ব থেকে একটি হত্যা মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে তাকে হাজির করা হবে।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ডেস্ক রিপোর্ট:

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করে প্রসিকিউশনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ঠ শাখায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। প্রসিকিউটর ফারুক আহাম্মদ সাংবাদিকদের এ তথ্য জানান। এরআগে গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ মামলার বাকি চার আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার। পাঁচ আসামির মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তার আছেন। বাকি চার আসামি পলাতক।

৭ আগস্ট বুধবার প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন গণঅভ্যুত্থানের সময় রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করা, একটি শিশুর মাথায় গুলি লাগা এবং শিশুটির দাদি নিহতের ঘটনায় মামলাটি হয়। মামলার তদন্ত প্রতিবেদন গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনটি যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আজ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল প্রসিকিউশন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম