কেরানীগঞ্জে বিদ্যুৎ সংযোগে দুর্নীতি: ডিজিএম রফিকুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাহিদ হোসেন:
ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, তার অফিসে টাকা ছাড়া কোনো কাজই হয় না। বিদ্যুৎ সংযোগের আবেদনে স্বাক্ষরের জন্যও গ্রাহকদের ঘুষ দিতে হয়, নইলে ফাইল বাতিল করে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, তিনি ইলেকট্রিশিয়ানদের ‘দালাল’ আখ্যা দিয়ে কাজ বন্ধ করে নিজে অফিসার পরিচয়ে সংযোগ অনুমোদন করেন এবং পছন্দের লোক দিয়ে কাজ করিয়ে অবৈধ মুনাফা লুটে নেন। সম্প্রতি আটি মডেল টাউনের ১১ তলা ভবনে রাজউকের নিষেধাজ্ঞা ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই বিদ্যুৎ সংযোগের ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত নথিতে গত ২৩ জুলাই সরাসরি স্বাক্ষর করেছেন রফিকুল ইসলাম।
তবে এটাই প্রথম নয়। মানিকগঞ্জে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই কর্মকর্তা বর্তমানে কোটি টাকার মালিক, কিনেছেন জমি ও বাড়ি—যা তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে স্থানীয়দের অভিযোগ।
গত ২৫ আগস্ট আটিবাজার জোনাল অফিসের ইলেকট্রিশিয়ানরা জেনারেল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দেন। তারা জানান, প্রতিটি ধাপে ঘুষ নেওয়ার কারণে গ্রাহকদের সঙ্গে বিরোধ বাঁধছে এবং অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অভিযোগ করার পর থেকে ইলেকট্রিশিয়ানরা হুমকিও পাচ্ছেন।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে ডিজিএম রফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান এবং সব অভিযোগ অস্বীকার করে বলেন—“আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।” তবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার মো. খালেদুর রহমান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ডাকাতির সময় বাড়ির মালিককে হত্যা, স্ত্রীকে কুপিয়ে আহত

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি বাসায় ডাকাতি করার সময় বাড়ির মালিক ইসমাইল খানকে (৮০) বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার স্ত্রী সালেহা বেগমকে (৭০) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। আহত সালেহা বেগমের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহতের মেয়ে সালমা বেগম জানান, আমাদের উত্তর বিবির বাগিচার ইত্যাদির গলিতে পাঁচতলা একটি বাড়ি আছে। বাড়ির দ্বিতীয় তলায় আমার মা-বাবা থাকেন। আমি আমার স্বামীর সঙ্গে রায়েরবাগের বাসায় থাকি। আজ ভোরে একদল ডাকাত বাসার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে জিম্মি করে লুটপাট চালায় এবং আমার বাবা-মাকে মারধর করে। একপর্যায়ে তারা আমার বাবাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে অচেতন করে আর মাকে মারধর করে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। সকাল সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই। আমার মায়ের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন আমার মায়ের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই বৃদ্ধের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ অবগত আছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের