তারিখ লোড হচ্ছে...

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা জয়ী করতে হবে- সাবেক চীফহুইপ আ স ম ফিরোজ

মাহামুদ হাসান বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নে মাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১০-১২-২০২২ খৃঃ শনিবার সকাল ১০ ঘটিকায় ইউঃ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্হানীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের অংশগ্রহনে কর্মীসমাবেশ জনসভায় রুপান্তরিত হয়।

বাউফল উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,
মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, জেলা পরিষদের সদস্য মোঃ শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশ
অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাবেক চীফহুইপ, পটুয়াখালী -২ আসনের সাংসদ জনাব আ স ম ফিরোজ। বক্তব্যে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।আগুন সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করতে এবং দেশের উন্নয়নেরর স্বার্থে তিনি জনগনকে আবারো নৌকা মার্কাকে জয়ী করতে বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস- চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান। বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সামসুল আলোম মিয়া।উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম ফারুক। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিন হাওলাদার,সূর্যমনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল বিশ্বাস,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা , যুবলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভোটারদের সাথে কুশল বিনিময় এমপি মহারাজের

মোঃ জাকির হোসেন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে পিরোজপুর জেলার ৩টি আসনের মধ্যে নৌকা প্রতীকে পিরোজপুরে ১টি আসনে জয়যুক্ত হয়েছে।
বাকি দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন ঈগল মার্কা প্রতীকে।
পিরোজপুর জেলার অন্যতম আসন হচ্ছে পিরোজপুর ২ সংসদীয় আসন ১২৮।
স্বরূপকাঠি ভান্ডারিয়া এবং কাউখালী উপজেলা নিয়ে গঠিত এ আসন।
গত ৭ -১-২০২৪ তারিখের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১৪ দলীয় মহাজোট প্রার্থী জেপির মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মহিউদ্দিন মহারাজ।
গতকাল সোমবার বিকেলে প্রথমবার নির্বাচিত হয়ে স্বরূপকাঠি উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে এসে ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানিয়ে এ বিজয় তার একার নয় এ বিজয় সকল ভোটারদের।
পরিশেষে প্রধানমন্ত্রীকে এ আসন উপহার দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠান শেষে ছারছিনা দরবার শরীফে প্রয়াত পীরের কবর জিয়ারত করে নদীর পশ্চিম পাড়ে কলেজিয়েট একাডেমীর অনুষ্ঠানে যোগ দিয়ে সবার সাথে আবার পুনরায় কুশল বিনিময়ে যুক্ত হন ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম
মুইদুল ইসলাম ,পৌর মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাবেক ও বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান গন। উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু ও সাধারণ সম্পাদক বাইজিদ হাসান ,এছাড়া যুবলীগ নেতা মাশরুল রাজিব, যুবলীগ নেতা রিপন সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুব মহিলা লীগ ,ছাত্রলীগ, কৃষক লীগ,শ্রমিক লীগ সহ সকল নেতৃবৃন্দ ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম