তারিখ লোড হচ্ছে...

বিএনপি নেতা থানা আওয়ামীলীগ সভাপতি প্রার্থী

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর প্রতিটী থানা আওয়ামীগের সম্লেলন শেষে চলছে যাচাই বাছাই আর অতীত ইতিহাস নিয়ে খোজ খবর। এমন পরিস্থিতিতে মহানগর সম্লেলন শেষ না হওয়া পর্যন্ত থানা কমিটী দিচ্ছেনা আওয়ামীলীগ। সভাপতি সাধারন সম্পাদক পদে একাধীক প্রার্থীদের নাম উঠে আসছে। এবার ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এমন ঘোষনায়, নিক্রিয় অনেক নেতাই এবার দলীয় পদ পাইবার আগ্রহ দেখিয়েছেন৷ শুধু আওয়ামীগের ত্যাগী নেতাই নয়, বিএনপি নেতারা ও ঢুকে গেছেন দলীয় পদ প্রতাশীদের তালিকায়। এমনই একটি সংবাদে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কদমতলী থানা আওয়ামীলীগে। খোদ বিএনপির একজন নেতা হাজী সিরাজুল ইসলাম ঢাকা ৪ এর সাবেক সংসদ সদস্যের ভাই হাজী সিরাজুল ইসলাম। ২০০১ সালে শ্যামপুর শিল্পমালিক সমিতীর সভাপিত ছিলেন সালাউদ্দিন এমপি সাধারন সম্পাদক সিরাজুল ইসালাম, সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর সালাউদ্দিনের বাসায় ঘরোয়া সভায় বক্তৃতা করেন এবং বিএনপির সকল মিটিং মিছিলের বড় ডোনার ছিলেন হাজী সিরাজুল ইসলাম। আওয়ামীগ ক্ষমতায় আসলে সিরাজ বনে যান বড় আওয়ামীলীগ নেতা পোষ্টার অভিনন্দন এর ব্যানার ফেষ্টুনে ভরে যায় কদমতলী থানা এলাকা। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি পিছনের দিকে, ঢুকে থানা কমিটীতে। এখন থানা কমিটীর সভাপতির ফাইটে। এমন বিষয়ে তার মন্তব্য চাইলে তিনি অস্বীকার করে ফোন রেখে দেন।

জিএম কাদেরের নিষেধাজ্ঞার মামলা প্রত্যাহার

জিএম কাদেরের নিষেধাজ্ঞার মামলা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট:

মামলার পর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং দলটির দফতর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত। সেই মামলাটি বাদীপক্ষ প্রত্যাহার করে নিয়েছেন বলে মাহমুদ আলম নিশ্চিত করেছেন।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম ৩১ জুলাই নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন। মঙ্গলবার (১২ আগস্ট) ওই মামলার শুনানির তারিখ ধার্য্য ছিল। সেখানে বাদীপক্ষ মামলা প্রত্যাহারের আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থীভাবে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। বছরের ২৮ ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন। সর্বশেষ ২০২৫ সালের ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্যসহ সাতজনকে, পরে আরও তিনজনকে অব্যাহতি দেয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়।

ওই ঘটনায় গত ১০ জুলাই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ১৩ জন বাদী হয়ে একটি মামলা করেছিলেন। ১২ আগস্ট বাদীদের পক্ষ থেকে এমএ রাজ্জাক খান মামলা প্রত্যাহারের আবেদন করেন।

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা