মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ইমারত পরিদর্শক শফিকুলের অর্থ আদায়

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক এ খুব বেশিদিন হয়নি চাকুরি করছেন, গত এক বছর আগেও খুব সাদাসিধে ভাবে চললেও হঠাৎ করেই এসেছে অধিক পরিবর্তন। শুধু পরিবর্তনই নয় হয়েছে চারিত্রিক স্খলন। যার বিষয় বলা হচ্ছে তিনি হলেন রাজউক জোন-৩/১ এর ইমারত পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম। পুরনো ভবনগুলোকে খুঁজে বের করে ভবনের অতীত ক্ষুদ্র ক্ষুদ্র ত্রুটি ধরে ভবন মালিকদের ভয়-ভীতি দেখিয়ে এবং নির্মাণসম্পন্ন হয়ে গেছে এমন ভবনে নোটিশ প্রদান করে ভবন মালিকদের কাছ থেকে অর্থ আদায়ের একাধিক অভিযোগ রয়েছে এই ইমারত পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাড়ির মালিক বলেন, শফিকুল ইসলাম আমাদের ভবনের ছোট খাটো ত্রুটি বের করে মোবাইল কোর্টের মাধ্যেমে ব্যবস্থা নেয়ার ভয় দেখিয়ে টাকা দিতে বাধ্য করেছে। তারা আরও বলেন, ‍‍”শফিক আমাদের বলেছে এই টাকা তার একার পকেটে থাকেনা, তাই এই বিষয়ে অথরাইজড অফিসার বা পরিচালকের কাছে জানালে আরও খারাপ হবে”।

ইমারত পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জোড়ালো কোন উত্তর দিতে পারেননি বরং তিনি বারবার তার অফিসে যাওয়ার জন্য বলেন।

এই বিষয়ে কথা বলতে অথরাইজড অফিসার (জোন-৩/১) জনাব শেখ মাহাব্বীর রনি ও পরিচালক (জোন-৩) জনাব সালেহ্ আহমদ জাকারিয়াকে মুঠোফোনে কল করা হলে একজন কল রিসিভ করেননি অন্যজন কল কেটে দিয়েছেন।

এই বিষয়ে অধিক অনুসন্ধান চলমান রেখেছে দৈনিক সবুজ বাংলাদেশ। সকল তথ্য-উপাত্ত সহ শিঘ্রই পুর্নঙ্গ পতিবেদন প্রকাশ করা হবে

ঢাকায় ছিনতাইকারী ও ডাকাতেরা বেপরোয়া, বেশি কোন এলাকায়

স্টাফ রিপোর্টার॥
রাজধানীর বিভিন্ন এলাকার সিসি ক্যামেরা ভাঙা থাকার কারণে অপরাধী দ্রুত শনাক্ত করার ক্ষেত্রে সমস্যায় পড়ছে পুলিশ। কিন্তু এই সিসি ক্যামেরাগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে না। মঙ্গলবার মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায়
রাজধানীর বিভিন্ন এলাকার সিসি ক্যামেরা ভাঙা থাকার কারণে অপরাধী দ্রুত শনাক্ত করার ক্ষেত্রে সমস্যায় পড়ছে পুলিশ। কিন্তু এই সিসি ক্যামেরাগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে না। মঙ্গলবার মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায়।
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গত ১০ অক্টোবর রাতে ছিনতাইকারীরা রবিউল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মীকে বুকে, পিঠে ও হাতে ছুরিকাঘাতে হত্যা করে। ১৮ অক্টোবর দিনদুপুরে ডাকাতি হয় ইডেন কলেজের উপাধ্যক্ষ মমতাজ শাহানারার বাসায়। ৯-১০ জন ডাকাত উত্তরার ওই বাসায় ঢুকে মমতাজ শাহানারাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
মোহাম্মদপুর ও উত্তরার এই দুটি ঘটনা রাজধানীতে ছিনতাইকারী ও ডাকাতেরা বেপরোয়া হয়ে ওঠার দুটি উদহারণ। পাশাপাশি বেড়েছে খুনের ঘটনাও। গত সেপ্টেম্বর ও অক্টোবরে ঢাকায় ১৯২ জন খুন হয়েছেন। এর মধ্যে কেবল মোহাম্মদপুরেই খুনের ঘটনা ঘটেছে ২১টি। নগরের বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে অলিগলি, এমনকি অভিজাতপাড়ায়ও মানুষ ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছেন। এতে নগরবাসীর দিন কাটছে আতঙ্কে। মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গত শনিবার থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, নানা কারণে মোহাম্মদপুর আগে থেকেই রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোর একটি। জনবল-সংকটের কারণে পুলিশ সেখানে ঠিকমতো টহল দিতে পারছে না।
সবা:স:সু-০৪/১১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান