1. abdyrrohim34@gmail.com : Daily Sobuj Bangladesh : Daily Sobuj Bangladesh
  2. md.zihadrana@gmail.com : admin :
  3. ismailhossain4388@gmail.com : Daily Sobuj Bangladesh : Daily Sobuj Bangladesh
  4. tarin11290@gmail.com : Daily Sobuj Bangladesh : Daily Sobuj Bangladesh
  5. mursalin1982@gmail.com : Protiva Prokash : Protiva Prokash
  6. reporting.com.bd@gmail.com : news sb : news sb
  7. dailysobujbangladesh@gmail.com : samiya masud : samiya masud
  8. mahtabur0@gmail.com : Daily Sobuj Bangladsesh : Daily Sobuj Bangladsesh
  9. editorsobujbangladesh@gmail.com : sumona akter : sumona akter
সংসদে হারুনুর রশীদের প্রশ্ন- আইজিপি বোট ক্লাবের সভাপতি হতে পারেন কিনা - দৈনিক সবুজ বাংলাদেশ

২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৮:৩৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংসদে হারুনুর রশীদের প্রশ্ন- আইজিপি বোট ক্লাবের সভাপতি হতে পারেন কিনা

সংসদে হারুনুর রশীদের প্রশ্ন- আইজিপি বোট ক্লাবের সভাপতি হতে পারেন কিনা

নিজস্ব প্রতিবেদক॥
বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ‘চিত্রনায়িকা পরী মনির ঘটনায় জড়িত অপরাধীদের সরকার আড়াল করতে চায়। বোট ক্লাবের মতো মদ, জুয়ার আসর যেখানে বসে সেই ক্লাবের সভাপতি কোনো আইজিপি হতে পারেন কিনা? এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আশা করছি।’

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশীদ বলেন, ‘আমি মনে করি বিষয়গুলো সরকারের অত্যান্ত গুরুত্ব দেওয়া দরকার। যারা এই বিষয়গুলোর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। তাহলে মাদক বলেন, গণিকাবৃত্তি বলেন বা জুয়া খেলা বলেন নিয়ন্ত্রণে আনতে পারবেন না।’

এসময় স্পিকার ড. শিরীন শারমিন অধিবেশনের সভাপতিত্ব করছিলেন।

হারুনুর রশিদ পয়েন্ট অব অর্ডারে বলেন, ‘রাজধানীর বেড়িবাঁধ এলাকায় বোট ক্লাবটি নদী দখল করে হয়েছে কিনা এবং সেই খানে নিয়মিত মদ্যপান করা হয়, জুয়া খেলা হয়, তাস খেলা হয়। ওই রকম একটি ক্লাবে পুলিশের কোনো আইজিপি কোনো আইনে সভাপতি থাকতে পারেন কিনা? আইজিপি সরকারের অনুমতি নিয়ে ক্লাবটির সভাপতি হয়েছেন কি না এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করছি।’

বর্তমান আলোচিত বিষয় নিয়ে সংবিধানের ১৮ অনুচ্ছেদের প্রতি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে হারুনুর রশীদ বলেন, ‘অনুমতি ব্যতিত কোনো অ্যালকোহল পান করা যাবে না এবং চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সরকারি মেডিকেল কলেজের কোনো সহযোগী অধ্যাপকের লিখিত অনুমতি ব্যাতিরেকে কোন মসুলমানকে অ্যালকোহল পানে অনুমতি দেওয়া যাবে না।’

চিত্র নায়িকা পরী মনি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘গত কয়েকদিন আগে পরীমণি জামিনে মুক্তি পেয়েছেন। তার মামলার তদন্ত কর্মকর্তাতে এরইমধ্যে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই অভিযানটি র‌্যাব চালিয়েছিল। র‌্যাব এটির তদন্তের দাবি জানিয়েছিল কারণ এর পেছনে অনেক বড় শক্তি জড়িত। এই সমস্ত অপরাধীদের যারা ব্যবহার করছে তাদের চিহ্নিত করা দরকার।’

এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনটি বিষয়ের উপর বিবৃতি দাবি করেন। সেগুলো হলো- মাদক, বণিকাবৃত্তি, জুয়া খেলা ও বোট ক্লাবটি সরকারের অনুমতি নিয়ে হয়েছে কি না? সেখানে পুলিশের প্রধান অনুমতি নিয়ে দায়িত্ব পালন করছেন কি না?

Please Share This Post in Your Social Media

বিজ্ঞপ্তি




স্বত্ব © দৈনিক সবুজ বাংলাদেশ ২০২১

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভাষা পরিবর্তন করুন »