তারিখ লোড হচ্ছে...

ইবিতে বিজয় দিবসে রোভার স্কাউট গ্রুপের পুষ্পস্তবক অর্পণ

 

রেখা খাতুন, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা, ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ, প্রীতি ভলিবল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ হতে বীর শহীদদের স্মৃতিস্তম্ভ ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করেন রোভার স্কাউট সদস্যরা।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে আয়োজিত আনন্দ শোভাযাত্রা সহ পুষ্পস্তবক অর্পণে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল রোভার সদস্যরা। সকলের পুষ্পস্তবক অর্পণ শেষে সুশৃঙ্খল পরিবেশে তারা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কাউট গ্রুপ এর ইউনিট কাউন্সিল সভাপতি রোভার মুসা হাশেমী, সাধারণ সম্পাদক রোভার এস এ এইচ ওয়ালিউল্লাহ, সহ-সভাপতি রোভার শাহাব উদ্দিন ওয়াসিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট কাউন্সিলের অন্যান্য সদস্য সহ রোভার ও গার্ল-ইন রোভারবৃন্দ।

সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। এসময় গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শেখ আব্দুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন

আকাশ মনি :

নড়াইল জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে এক নতুন মাইলফলক হিসেবে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নড়াইল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক তানভীর তনু। সাধারণ সম্পাদক জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার ডলার মাহমুদ ইবনে মনির। সাংগঠনিক সম্পাদক মুন্সী আসাবুর রহমান আরাফাত।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাহি এই কমিটির অনুমোদন দিয়েছেন। নতুন নেতৃত্বের দায়িত্বপ্রাপ্তদের প্রতি অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্যরা। চিত্রনায়ক তানভীর তনু, জাতীয় দলের পেস বলার ডলার মাহমুদ এবং মুন্সী আসাবুর রহমান আরাফাতের নেতৃত্বে নড়াইলের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সবাই আশাবাদী।
নড়াইল জেলার সর্বস্তরের মানুষ নতুন নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আশা করেছেন এই কমিটি নড়াইলের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে নড়াইলের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সাংগঠনিক সম্পাদক মুন্সী আসাবুর রহমান আরাফাত বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকো স্বপ্ন দেখতেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সব জায়গায় ক্রীড়া বান্ধব হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা নড়াইল জেলা সহ সব উপজেলা গ্রামের স্কুল কলেজ মাদ্রাসাতে বাঙালি সংস্কৃতি এবং ক্রীড়া নিয়ে কাজ করব। বাংলাদেশ আগামীতে তৃণমূল থেকে ভালো মানের প্রতিভাবান ক্রীড়া ব্যক্তিত্ব বের করে আনতে পারি। আমরা চায় স্কুল কলেজ এর ছেলে মেয়েরা ভার্চুয়ালি জগত থেকে বের হয়ে ক্রীড়ামুখি হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম