তারিখ লোড হচ্ছে...

নালিতাবাড়ীতে শিশুদের হাতে ৩০০ তালবীজ রোপণ

নালিতাবাড়ীতে শিশুদের হাতে ৩০০ তালবীজ রোপণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

“তালবীজ লাগাবো, পরিবেশ বাঁচাবো” – এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে তালবীজ রোপণ কর্মসূচি চালিয়েছে একদল ক্ষুদে শিক্ষার্থী। ৪ অক্টোবর, শনিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নালিতাবাড়ী নাকুগাঁও প্রধান সড়ক থেকে খলিশাকুড়া গারো বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার ধারে তিন শতাধিক তালবীজ রোপণ করা হয়।

এই উদ্যোগ নিয়েছে শিমুলতলা স্লোইসগেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রত্যেকে নিজ বাড়ি ও আশপাশের এলাকা থেকে তালবীজ সংগ্রহ করে স্কুলে এনে জমায়েত করে। এরপর তারা নিজেরাই রাস্তার পাশে তালবীজ গুলো রোপণ করে।

বিদ্যালয়ের শিক্ষকরা আগে থেকেই শিক্ষার্থীদের তালগাছের উপকারিতা বোঝান এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। এতে শিশুরা উৎসাহ পায় এবং নিজেরাই এই উদ্যোগ নেয়।

তালবীজ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এবিএম সাব্বির, মোকাম্মেল কাজল, আ. লতিফ, নুরুল আমীন মাস্টার, ছাত্রদল নেতা বুলবুল, কায়েসসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিএনপি কর্মীদের ধাওয়া খেয়ে পালালো নিষিদ্ধ ছাত্রলীগ, সড়ক অবরোধের চেষ্টা

জেলা সংবাদাতঃ শনিবার (১৯ জুলাই) দিনগত মধ্যরাতে শরীয়তপুর এর নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় হেলমেট পড়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মিরা সড়ক অবরোধের চেষ্টা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল ও অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনূস সরকারের পদত্যাগ দাবীতে স্লোগান দেন।এসময় খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে পালিয়ে যায় তারা।

অবরোধ চেষ্টার ১ মিনিট ২৪ সেকেন্ডের এমন একটি ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগের ফেসবুক পেইজে শেয়ার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গেলো বছরের ৫ই আগস্টের পর আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি নিয়ে তেমন প্রকাশ্যে আসেননি। শুধুমাত্র ১৫ই আগস্ট জাজিরার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদারের নেতৃত্বে আওয়ামী লীগ একটি কর্মসূচী পালন করেন। তবে তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ গোপনে বিভিন্ন সময় মশাল মিছিল ও পোস্টার টাঙিয়েছেন।

গতকাল শনিবার তেমনি গভীর রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মহরা দেয় ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন লোক। এসময় তারা আতঙ্ক সৃষ্টি করতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায়। এ সময় খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় অবরোধকারীরা।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন রাজধানীতে নামেই ফুটপাত, হাঁটার উপায় নেই ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে শেরপুরে কাঁচা সড়কে ভোগান্তিতে সাধারণ মানুষ আমতলীতে ফাজিল পরীক্ষায় ৯ জন বহিস্কার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পুলিশ কর্তৃক পলাতক মাদক কারবারি গ্রেপ্তার