তারিখ লোড হচ্ছে...

মানিকগঞ্জে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে লুট

মানিকগঞ্জে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে লুট

মানিকগঞ্জ সাংবাদদাতা:

মানিকগঞ্জ ফিল্মি স্টাইলে দোকানের মালিককে ছুরিকাঘাত করে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই দোকান থেকে ২০/২২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এসময় তাদের হামলায় দোকানের মালিক শুভ দাস ছুরিকাঘাতে আহত হন। আহত শুভ শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। তাকে আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২ টার দিকে শুভ তার দোকানে কাজ করছিল। এসময় দুইজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে ২০/২২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শুভকে হাসপাতালে ভর্তি করে।

এদিকে বেলা ১১টার দিকে ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সকল দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করে স্বর্ণ ব্যবসায়ীরা।

বুড়িচং-ব্রাহ্মণপাড়া বাসীর দীর্ঘদিনের দাবি প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে- শওকত মাহমুদ

স্টাফ রিপোর্টার:

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, কুমিল্লার বিভিন্ন উপজেলায় গ্যাস সংযোগ থাকলেও বুড়িচং ব্রাহ্মণপাড়া আজ অবহেলিত।

অতীতে যারা সরকারের মন্ত্রী এমপি ছিলেন তারা ইচ্ছা করেও বুড়িচং ব্রাহ্মণপাড়ায় গ্যাস সংযোগ দেয়নি।

তাই তিনি নির্বাচিত হলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান করবেন বলে আশ্বাস দেন।

শুক্রবার ২২ ডিসেম্বর বুড়িচং উপজেলার আরাগ-আনন্দপুর, সাদকপুর, গোবিন্দপুর, কংশনগর, ভারেল্লা৷ মালাপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এ কথাগুলি বলেন।

তিনি আরো বলেন, কুমিল্লার গ্যাস সারা বাংলাদেশে গেলেও বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত। এই দুই উপজেলায় গ্যাস সংযোগ হলে গৃহস্থলী কাজের পাশাপাশি কলকারখানায় ব্যবহার হবে। এতে এই এলাকার মানুষের জীবন যাত্রার মান অনেক উন্নত হবে।

তাই তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা বাসিকে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

তিনি বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গন সংযোগ শেষে একাধিক নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

এসময় তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

language Change
সংবাদ শিরোনাম