তারিখ লোড হচ্ছে...

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

শরীয়তপুর সাংবাদদাতা:

শরীয়তপুরে ১৪তম গ্রেড প্রদান ও নিয়োগবিধি সংশোধনসহ মোট ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা।

রোববার (৫ অক্টোবর) সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেয় স্বাস্থ্য সহকারীরা। পরে তারা ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করে। এ সময় হাসপাতালে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন রোগীরা।

স্বাস্থ্য সহকারীরা বলেন, দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি। ২০১৮, ২০২০ ও চলতি বছরের বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও এখনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) সংযোজন ১৪তম গ্রেড প্রদান ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নিতকরণ টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচিতে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।

কুমিল্লায় ট্রেনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় আসলে অরক্ষিত ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ট্রেনটি অটোরিকশাটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। এ সময় দুর্ঘটনায় নিহতদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

‌নিহতরা হ‌লেন বাকশিমূল গ্রামের অটোরিকশা যাত্রী র‌ফিজ মিয়া, লুৎফা বেগম, সফরজান, শানু বেগম, খোদাইতলী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হো‌সে‌নে আরা এবং অটোরিকশা চালক সাজু।

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা কামাল।

তিনি বলেন, এই রেলক্রসিংটা অরক্ষিত। এখানে কোন রেলগেট নেই। মূলত অটোরিকশা চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে এসে একজনের মরদেহ পেয়েছি। বাকি মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

 

সবা:স:সু-২০১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম