তারিখ লোড হচ্ছে...

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

খাগড়াছড়ি সাংবাদদাতা:

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ইসমাইল মার্কেটসহ ১৯টির মতো ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। রামগড় ও মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের কাজ করে। খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনীও আগুন নেভাতে কাজ করেন। সমন্বিত পদক্ষেপের ফলে রাত প্রায় ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মটর গ্যারেজ, ইলেকট্রনিক্স, ফার্নিচার ও মুদি মালের দোকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের কমান্ডার ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অগ্নি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

দুই বাসের সংঘর্ষে নিহত ১,আহত হয়েছেন ২ বাসচালকসহ অন্তত ৮

দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

ডেস্ক রিপোর্ট: ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে দুই বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৫ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন অফিসের সামনে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তির নাম রাজু, তিনি ইউনিক পরিবহনের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ইউনিক পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকাগামী ছিল এবং এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেটমুখী ছিল।

পথিমধ্যে সংঘর্ষে রাজু নামের একজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে দুই বাসচালকসহ বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন রাজধানীতে নামেই ফুটপাত, হাঁটার উপায় নেই ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে শেরপুরে কাঁচা সড়কে ভোগান্তিতে সাধারণ মানুষ আমতলীতে ফাজিল পরীক্ষায় ৯ জন বহিস্কার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পুলিশ কর্তৃক পলাতক মাদক কারবারি গ্রেপ্তার