তারিখ লোড হচ্ছে...

কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

কুমিল্লা সাংবাদদাতা:

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নালা দক্ষিণ গ্রামের জাকিয়া ও মমতাজ নামে দুই বোন এবং খোদেদাউদপুর গ্রামের রাশেদ মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য কয়েকজন যাত্রী অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদ মিয়াকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও মারা যান।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, তিতাস নদীর ভবানীপুর ঘাট থেকে ঝগরার চর যাওয়ার জন্য যাত্রীরা ঘাটে অপেক্ষা করছিলেন। তখন আকস্মিক বজ্রপাত তাদের ওপর আঘাত হানে।

হোমনা থানার উপপরিদর্শক (এসআই) জীবন বিশ্বাস বলেন, বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

মেঘনা প্রেসক্লাবের সভাপতি বিপ্লব সিকদার ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রনি

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার “মেঘনা উপজেলা প্রেসক্লাব”এর দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক আজকের পত্রিকার মেঘনা প্রতিনিধি, মাহমুদুল হাসান বিপ্লব সিকদার সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার মেঘনা প্রতিনিধি, মুহাম্মদ শহিদুজ্জামান রনি সাধারণ সম্পাদক পূণরায় নির্বাচিত হয়েছে ।

১৬ই ডিসেম্বর শনিবার সন্ধা৭ টার দিকে ক্লাবের হলরুমে সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মো. ইসমাইল হোসেন মানিক গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শেষ করে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে মুহাম্মদ শহিদুজ্জামান রনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে সভাপতি প্রার্থী সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মালেক ও বর্তমান সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব প্রার্থী থাকায় গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। এতে মোট ১৪টি ভোটের মধ্যে ১২টি ভোট কাষ্ট হয়। মাহমুদুল হাসান বিপ্লব সিকদার ১০ ভোট পেয়ে বিজয় লাভ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, মো.ইব্রাহীম খলিল মোল্লা, জাকির হোসেন, মহসিন ভূইয়া, জাহাঙ্গীর আলম, ইমাম হোসেন, নাইমুল ইসলাম শহীদ, মিজানুর রহমান, মমিনুল ইসলাম, হাসান মাহমুদ মুক্তি, নাজিমুদ্দিনসহ অন্যরা। উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম