তারিখ লোড হচ্ছে...

শরীয়তপুরে তায়েবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরে তায়েবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুর সাংবাদদাতা:

শরীয়তপুরের সখিপুরে দারুণ নাজাত মাদরাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ৬ বছর বয়সী শিশু তায়েবা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে শরীয়তপুর আদালত চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত তায়েবার পরিবার, এলাকাবাসী, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু তায়েবার নিখোঁজের তিন দিন পর তার মরদেহ পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তায়েবার বাবা টিটু সরদার বলেন, আমার সন্তানের হত্যাকাণ্ডে সবকিছুই এখন স্পষ্ট। সখিপুর থানার ওসি বলেছেন, সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আয়েশা বেগমকে আসামি করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি, এজাহারে আয়েশা বেগমের নাম নেই। ওসির বক্তব্যের সঙ্গে এসপি সাহেবের বক্তব্যেরও কোনো মিল নেই। আমি আমার মেয়ের প্রকৃত হত্যাকারীদের সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি চাই।

মানববন্ধনে অংশ নেওয়া আল আমিন বলেন, একটি ছয় বছরের শিশুর নির্মম হত্যাকাণ্ডের বিচার চাইতে আজ আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। প্রশাসন এত উদাসীন কেন, তা আমাদের বড় প্রশ্ন। যদি তায়েবা হত্যার সুষ্ঠু বিচার না হয়, তাহলে শিশুরা কী বার্তা পাবে? বক্তারা দ্রুত সময়ের মধ্যে তায়েবা হত্যার পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় তায়েবা। পরিবারের পক্ষ থেকে পরদিন সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। দুই দিন পর পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তায়েবার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেরপুরের নালিতাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা না মেনে জমিতে হালচাষের অভিযোগ!

শেরপুরের নালিতাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা না মেনে জমিতে হালচাষের অভিযোগ!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক নালিশী জমিতে হালচাষ করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার মানিকচাঁদ পাড়া গ্রামের জমিতে ওই চালচাষ করার অভিযোগ ওঠে। এ নিয়ে উভয় পক্ষে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

সুত্র জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদ পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল খালেক ও একই গ্রামের বাসিন্দা শাহিদ মিয়ার সাথে ১ একর ৫ শতাংশ জমি দিয়ে দীর্ঘদিন যাবত শেরপুর আদালতে মামলা চলছিল। মামলা চলমান থাকায় এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই নালিশী জমিতে কেউ যাতে প্রবেশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটান তাই উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন শেরপুরের সিনিয়র সহকারী জজ আদালত।

কিন্তু ওই স্থিতাবস্থার আদেশ অমান্য করে বিবাদী শাহিদ মিয়া শুক্রবার সকালে ওই জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করেন।

জানতে চাইলে মামলার বিবাদী শাহিদ মিয়া বলেন, এই জমি আমার। খালেকের বাবার কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি। তবে তিনি বলেন, এই জমির রেকর্ড সংক্রান্ত সমস্যা রয়েছে। আমি রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা দায়ের করেছি। বর্তমানে ওই মামলা চলমান আছে। তবে আমার জমিতে হালচাষ ও ফসল ফলাতে কোন সমস্যা নেই।

এদিকে, বাদী আব্দুল খালেক বলেন, এই জমি আমার পৈত্রিক সম্পত্তি। ওয়ারিশ সুত্রে এই জমির মালিক আমি। প্রতিপক্ষ শাহিদ মিয়া জাল দলিল করে জমি ক্রয় করার দাবি করছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিল বর্ণিত জমিতে কেউ যাতে প্রবেশ করতে না পারে এই মর্মে গত ২২ সেপ্টেম্বর শেরপুরের সিনিয়র সহকারী জজ আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু শাহিদ মিয়া আদালতের আদেশ অমান্য করে শুক্রবার জমিতে হালচাষ করেছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, নালিশী জমি নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে চলমান আছে। আদালত থেকেই এর সুরাহা হবে। তবে এখানে যদি কোন প্রকার ফৌজদারি অপরাধ সংগঠিত সে বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম