তারিখ লোড হচ্ছে...

কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন নেতৃত্বের সাথে ইবি ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা বিনিময়

রেখা খাতুন, ইবি।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নতুন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের পার্টি অফিসে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান) কে ফুলেল শুভেচ্ছা জানান ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।

প্রসঙ্গত,গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। কিন্তু সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে। এর আগেই নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী দিনে ছাত্রলীগের কাণ্ডারি হিসেবে কাজ করবে।

নামের আগে ‘মাননীয় মেয়র’ বাদ দিলেন ইশরাক

ডেস্ক রিপোর্ট:

জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে এবার মঞ্চে তার পেছনে টানানো ব্যানারে ‘মাননীয় মেয়র’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন লেখা নেই।

বুধবার (২৫ জুন) দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি অংশ নেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ঢাকাবাসীর চলমান আন্দোলন, সেবা কার্যক্রম ব্যাহত করতে পরিকল্পিত হামলারঅভিযোগ। একই সঙ্গে ঢাকাবাসীর আন্দোলন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের অবমাননাকর দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদসহ সামগ্রিক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

এর আগে গত ১৬ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারীদের নিয়ে বৈঠক করেন ইশরাক। ওই বৈঠকের ব্যানারে তার নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা ছিল। এ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনাও হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম