গাড়ি চালকের বেপরোয়া আচরণে আতঙ্কিত এলাকাবাসী

মো: মহিব্বুল্লাহ, স্টাফ রিপোর্টার:

রাজধানীর কাওলা গোয়ালবাড়ি মাদ্রাসা রোডের ভোরবেলার শান্ত পরিবেশ ভেঙে দেয় এক প্রাইভেট কারের কর্ণভেদী হর্ণ।

ফজরের নামাজ শেষে ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন মুসল্লীরা। হঠাৎ দ্রুতগতিতে পেছন থেকে আসা গাড়িটি অকারণে হর্ণ বাজাতে থাকে। এতে ভয় পেয়ে হোঁচট খান এক মুরুব্বি।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক এগিয়ে এসে শান্তভাবে চালককে বলেন, “ভাই, হর্ণটা না বাজালেও পারতেন, মানুষ ভয় পেয়ে গেছে।” কিন্তু কথা শেষ হতেই চালক ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং পরে ওই সাংবাদিককে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।

আঘাতপ্রাপ্ত সাংবাদিক বলেন, “আমি একজন সাংবাদিক। শুধুমাত্র শান্তভাবে কথা বলার জন্য আমাকে আক্রমণ করা হয়েছে। এটা সম্পূর্ণ অমানবিক ও ভয়ঙ্কর আচরণ।”

স্থানীয়রা জানান, ভোরের নীরবতা ভেঙে এমন কাণ্ডে তারা হতবাক হয়ে পড়েন। এক বাসিন্দা বলেন, “ভোরবেলায় এমন হট্টগোলে মনে হচ্ছিল পুরো পাড়া আতঙ্কে ভরে গেছে।”

ঘটনার পর স্থানীয়রা আহত সাংবাদিককে সহযোগিতা করেন এবং থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। তারা জানান, “আমরা এমন আচরণের তীব্র নিন্দা জানাই।

নিউমার্কেটে তিন ঘন্টা ধরে সংঘর্ষ, ঢাকা কলেজের শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক

 

গতকাল মধ্যরাতে দীর্ঘ তিন ঘন্টা ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট ও আশপাশের ব্যবসায়ীদের সংঘর্ষ চলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে পুলিশ। খাবারের বিল দেওয়াকে কেন্দ্র করে সোমবার রাত ১১.৪০ মিনিটের দিকে এই ঘটনার সুত্রপাত হয়। এরপর রাত প্রায় আড়াইটা নাগাদ পর্যন্ত থেমে থেমে কয়েক দফা সংঘর্ষ চলে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মাঝে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে রাত পৌনে ১টার দিকে যোগ দেয় অতিরিক্ত পুলিশ। তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের রাবার বুলেটও নিক্ষেপ করতে দেখা যায়। এসময় পুলিশের ছোঁড়া রাবার বুলেটে আহত হয়েছেন ঢাকা কলেজের দুই শিক্ষার্থী।

গতকাল রাত আড়াইটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহত দুই শিক্ষার্থী হলেন- মোশাররফ হাজারি (২৪) ও রজব রহমান (২৭)। এর মধ্যে মোশাররফের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার শরীরে অর্ধশতাধিক রাবার বুলেটের চিহ্ন রয়েছে। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার সহপাঠীরা।

এদিকে সরেজমিনে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও নিউমার্কেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় অবস্থান করে পুলিশের গুলি ছোঁড়ার প্রতিবাদ করছেন। অন্যদিকে, ব্যবসায়ীরা ইস্টার্ন-মল্লিকা মার্কেটের কাছে অবস্থান নিয়েছেন। ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যও ঘটনাস্থলে সতর্ক অবস্থায় রয়েছেন।

এদিকে সংঘর্ষের সময় রাস্তার দুই পাশে রাখা একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সেগুলো জ্বলন্ত অবস্থায় দেখা যায়। কে বা কারা মোটরসাইকেলে আগুন দিয়েছে তা জানা যায়নি। এছাড়া পুরো রাস্তাজুড়ে ইটের টুকরা ও কাঁচ ভাঙা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম