তারিখ লোড হচ্ছে...

স্বপ্নছায়া সংগঠনের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নছায়া সংগঠনের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

‘আমাদের একাত্মতা সকল ইতিবাচক কাজের সাথে’ শ্লোগান ধারণ করা সংগঠন স্বপ্নছায়ার উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর (শুক্রবার) বিকেলে ৪ টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ক্যান্টিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালের পরিচালক, সংগঠনের উপদেষ্টা গাজী নজরুল ইসলাম ফয়সাল।

সাংবাদিক আবদুর রহমান সালেহ এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ রাহাতুল ইসলাম সুমন গাজীর সভাপতিত্বে সংগঠনের পক্ষ থেকে গাজী নজরুল ইসলাম ফয়সাল, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী আবুল কালাম আজাদ এবং ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহবুব্ আলম শিকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, তাইফুল ইসলাম মৃধা,সহ- সভাপতি মোঃ রাসেল হাওলাদার, সহ-সভাপতি ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মোঃ সোহাগ বিশ্বাস, সহ- সভাপতি মোঃ ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন,  অর্থ সম্পাদক মোঃ নাজমুল হাসান, মোঃ বসির উদ্দিন হাওলাদার প্রচার সম্পাদক, মোঃ সজল বিশ্বাস সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ আকাশ খান যুব বিষয়ক সম্পাদক, ইলিয়াস হোসেন সহ-অর্থ সম্পাদক, মোঃ মোস্তাফিজুর রহমান সদস্য, মোঃ ফেরদৌস মুসল্লী সদস্য, মোঃ রাকিবুল ইসলাম সদস্য, মোঃ হেলাল উদ্দিন সদস্য, মোঃ আব্দুল আলিম সদস্য, মোঃ মাসুদ গাজী সদস্য।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ বাংলাদেশ এর বিভাগীয় প্রধান (অনলাইন ও অপরাধ) মাহতাবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল সাইদ বাহার, অ্যাডভোকেট মাহাদী হাসান ফয়সাল সহ একাধিক ব্যক্তিবর্গ।

সকল ইতিবাচক এবং মানবিক কাজে নিজেদের সাধ্যমত চেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্টমার্টিনে ভেসে এলো বিদেশি জাহাজ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেন্ট মার্টিনে ভেসে এসেছে একটি বিশাল বিদেশি জাহাজ। পরে সেটি ছেঁড়া দ্বীপে আটকা পড়ে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি জানা গেছে।

নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্য মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানিয়েছেন দ্বীপের লোকজন

সেন্ট মার্টিনের বাসিন্দা জুবাইর বলেন, ‘জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনার বোঝাই জাহাজ। জাহাজে কেউ নেই। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটা বুঝতে পারছি না। জাহাজটি ৪০০ ফুট মতো লম্বা।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে

টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )হাফিজুর রহমান বলেন, সেন্ট মার্টিনে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে। এখনো পর্যন্ত এটা কোন দেশের জাহাজ তা নিশ্চিত করা যায়নি। পুলিশ জাহাজটি দেখাশোনা করছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম