তারিখ লোড হচ্ছে...

এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই: ইসি সচিব

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আখতার আহমেদ বলেন, ‘যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় নেই, তাই শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আমরা একটা চিঠি লিখেছি ওনাদেরকে যে, আগামী ১৯ তারিখের ভেতরে বিকল্প চাহিদা হিসেবে প্রতীক জানাবেন। যদি এর মধ্যে না জানান, তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ উল্লেখ্য, বিধিমালায় নির্ধারিত তালিকা থেকে এনসিপিকে একটি প্রতীক পছন্দ করতে চিঠি দিয়েছিল ইসি। ৭ অক্টোবরের মধ্যে এ বিষয়ে এনসিপিকে জানাতে বলা হয়। তবে এনসিপি তাদের প্রতীক হিসেবে আবারও শাপলা দাবি করেছে।

সোমবার বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

সোমবার বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

ডেস্ক রিপোর্ট:

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সোমবার (১৪ জুলাই) বিকেল থেকে (ওইদিনের জন্য) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ে মেট্রোরেল চললেও কোনো ট্রেন ওই স্টেশনে দাঁড়াবে না।

রবিবার (১৩ জুলাই) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেবল ১৪ জুলাই বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্যবিবরণী সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদসঙ্গে প্রেরণ করা হলো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম