নরসিংদীতে কবরস্থানের উপরে জোরপূর্বক-রাস্তা নির্মাণ ও জমির মালিকদের হুমকি প্রদান

নরসিংদী প্রতিনিধি॥

নরসিংদীর শিবপুরের জয়নগর ইউনিয়নে কবরস্থান ও তার পাশের একটি জায়গা জোরপূর্বক দখলে নিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের পাঁয়তারা করছে স্থানীয় হযরত আলী-রাজীব গং। আর এক্ষেত্রে লাঠিয়াল বাহিনীর মতো কাজ করছে স্থানীয় কিছু মাদকাসক্ত ছুটা মাস্তান।
জানা গেছে, নরসিংদী জেলার শিবপুর উপজেলার অন্তর্গত জয়নগর ইউনিয়নের পশ্চিম পাড়ার মৃত হাছেন ফকিরের বাড়ি। সেই বাড়ির ওয়ারিশদার হচ্ছেন হাছেন ফকিরের নাতি ফারুক মিয়া, খোকন মিয়া, বেনু মিয়া, সামসুল-সোহেল-গোলাপ মিয়া-মোরশেদ। তাদের বসত বাড়ির পাশে রয়েছে একটি পারিবারিক কবরস্থান। যেই কবরস্থানে রয়েছে ফারুক মিয়াদের দাদা- হাছেন আলী ফকির, দাদী মনোয়ারা বেগম, চাচা সিরাজুল ইসলাম, চাচী নূরজাহান বেগম, চাচা তো বোন আনোয়ারাসহ তিন পুরুষের কবর। যেখানে জায়গার পরিমাণ মোট ৮ শতাংশের মতো। ঐ জায়গাটি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করছে রাজীব মিয়া, হযরত আলী, তাহের আলী, জুয়েল, রশিদ মিয়া গং। এমনকি কবরস্থানের উপর দিয়েই রাজীব-হযরত আলী গং ব্যক্তিগত রাস্তা নির্মাণের চেষ্টা করছে। তাদের এই কাজে সহযোগিতা করছে স্থানীয় কিছু মাস্তান আর মাদকাসক্তদের একটি দল। অথচ কবরস্থানসহ এই জায়গার প্রকৃত মালিক হাছেন ফকিরের ওয়ারিশদারগণ।
ফারুক মিয়া অভিযোগ করে জানান, ৮ শতাংশ জায়গার উপর তাদের দাদা-দাদিসহ পরিবারের মৃত স্বজনদের দাফন করা হয়েছে। বেশকিছু দিন যাবত রাজীব-হযরত আলী গং সন্ত্রাসী বাহিনী নিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে কবরস্থানের কবরের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের পাঁয়তারা করে আসছে। এরই জের ধরে রাজীব গং কবরস্থানের উপর জোরপূর্বক মাটি ফেলে রাস্তা নির্মাণ করে। এতে বাধা দিলে দখলকারীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এতে ওই পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেননা, ফারুক মিয়া আর বেনু মিয়া এই দুজন বাড়িতে থাকলেও তাদের বাকি ভাইয়ের থাকেন চাকুরীর সুবাধে দেশের বিভিন্ন স্থানে। আর সেই সুযোগে ফারুক আর বেনু মিয়াদের একা পেয়ে নানাভাবেই হুমকি ধামকি দিচ্ছে রাজীব -হযরত আলী গং।

সাজ্জাদ হত্যার পরিকল্পনাকারী দেলোয়ার  কর্তৃক সাংবাদিকের হুমকির প্রতিবাদে  মানববন্ধন

 

এস.এ.এম. মুনতাসির, ব্যূরো চট্টগ্রাম :
দোহাজারীর কৃতিসন্তান সাজ্জাদ হত্যার পরিকল্পনাকারী কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে দেলোয়ার হোসেন মিন্টু কর্তৃক সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দোহাজারী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ জাহেদ হোসাইনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারী প্রেস ক্লাবের উদ্যোগে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী হাজারী শপিং সেন্টারের সামনে বেলা ১১ টার সময় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বাবলুর সভাপতিত্বে জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল,সাংবাদিক এসএম রহমান, আবু তোরাব চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম মাষ্টার, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, সহ সভাপতি এসএম রাশেদ, যুগ্ম সম্পাদক এম ফয়েজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এ এম মুনতাসীর, অর্থ সম্পাদক এম এ হামিদ, চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৈকত দাশ ইমন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম মোস্তফা , মোহাম্মদ আরফাত হোসেন, আরিফুর ইসলাম, আমিন উল্লাহ্ টিপু, আয়ুব মিয়াজী, মোহাম্মদ নজরুল ইসলাম কালিইয়াশী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ। আরো উপস্থিত ছিলেন দোহাজারী মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা আক্তার, নিহত সাজ্জাদ হোসেনের পরিবারের পক্ষে ছিলেন, তার বড় ভাই এসএম জামাল মাহামুদ প্রমূখ। মানববন্ধনে বক্তরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাজ্জাদ হত্যাকারী ও সাংবাদিক জাহিদ হোসাইনের প্রাণনাশের হুমকি দাতাদেরকে গ্রেফতারের জন্য সাতকানিয়া থানার পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানান। অন্যথায় দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম