তারিখ লোড হচ্ছে...

গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের ৪ নেতা

ডেস্ক রিপোর্ট:

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন– আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল জলিল, হবিগঞ্জের মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান, শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য শওকত আলী ওরফে শওকত ছৈয়াল ও ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আতিকুর রহমান।

ডিবি জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জলিলকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের অস্ত্র ও মাদক উদ্ধার দল। রাত সাড়ে ৯টার দিকে মগবাজার চৌরাস্তা থেকে ডিবি রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দল হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে

অপরদিকে যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকা থেকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল রাত ৯টায় শওকত আলী ওরফে শওকত ছৈয়ালকে গ্রেপ্তার করে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দরবান থেকে আতিকুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি

রাজশাহী বিএনপির আংশিক কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

রাজশাহী মহানগর বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার(১নভেম্বর)দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,নতুন কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মোট ১৪ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। পরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঘোষিত আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন,সিনিয়র সহসভাপতি নজরুল হুদা,সহসভাপতি আসলাম সরকার, ওলিউল হক রানা,অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম,সফিকুল ইসলাম সাফিক,আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বজলুল হুদা মন্টু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রবিউল ইসলাম মিলু। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা ও মো. মাইনুল আহসান (পান্না)।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম