তারিখ লোড হচ্ছে...

নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন

ডেস্ক রিপোর্ট :

দীপিকার কণ্ঠস্বরে এখন থেকে পাওয়া যাবে মেটার বিভিন্ন পণ্য ও পরিষেবায়, যার মধ্যে রে ব্যান মেটা গ্লাসেসও।বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার প্রযুক্তি দুনিয়ায় নতুন ইতিহাস গড়লেন। মেটা এআইয়ের প্রথম ভারতীয় কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন তিনি।এনডিটিভি থেকে জানা যায় দীপিকার কণ্ঠ এখন থেকে ব্যবহার করা হবে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।দীপিকা নিজেই এই খবরটি জানিয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, তিনি একটি রেকর্ডিং স্টুডিওতে বসে মেটা এআই এর জন্য ভয়েস রেকর্ড করছেন।

ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী

ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী

বিনোদন প্রতিবেদক॥

ওপার বাংলার অভিনেত্রী সোহিনী সরকার সম্প্রতি ছেলেমেয়ের সঙ্গে বাবার সম্পর্কের ভিন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কন্যাসন্তান ও পুত্রসন্তানের সঙ্গে বাবার সম্পর্কের তফাৎ থেকে যায়, বিশেষ করে নির্দিষ্ট একটি বয়সের পর পুত্রসন্তানের সঙ্গে বাবার সম্পর্ক অনেক সময় জটিল হয়ে ওঠে।

সোহিনী বলেন, অনেক ছেলেবন্ধুর পরিবারিক অভিজ্ঞতায় তিনি দেখেছেন, মা ও ছেলের সম্পর্ক বেশ খোলামেলা হলেও বাবা-ছেলের মধ্যে একটি নীরবতাপূর্ণ দূরত্ব তৈরি হয়। কোনো ঝামেলা বা বিরোধ না থাকলেও, বাবার কথা বা আচরণে ছেলের অস্বস্তি হলেও সে তা প্রকাশ করতে পারে না। ফলে সম্পর্ক ধীরে ধীরে দূরত্বের দিকে যায়।

নিজের পর্যবেক্ষণ শেয়ার করে তিনি বলেন, আমার বেশিরভাগ ছেলেবন্ধুর ক্ষেত্রে দেখেছি, তাদের বাবার সঙ্গে খুব একটা বনিবনা নেই। বাবার সঙ্গে একটা ক্ল্যাশ হয়। একটা সময়ের পর আর সেই বন্ধুত্বটা গড়ে ওঠে না। বাবাও একা গুমরে থাকেন।

সোহিনীর মতে, এ পরিবর্তনের কারণ স্পষ্ট না হলেও বড় হয়ে ছেলে যখন বাবা হয়, তখন শিশুকালে দেখা বাবার আচরণ, প্রত্যাশা বা অভ্যাস তার নিজের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

 

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান