তারিখ লোড হচ্ছে...

হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান

ডেক্স রিপোর্ট :

রোববার (১৯ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন  রাশেদ খান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশটাকে অস্থিতিশীল করতে পারে এবং তারা ফিরলে কোনো অভিযোগকারীরও ক্ষমা পাওয়ার আশা থাকবে না।রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করা না যায়, তাহলে আবারও শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে। সেই পরিস্থিতিতে যারা এখন ক্ষমা করে দিচ্ছে, ভবিষ্যতে হাসিনার পা ধরেও মাফ পাবেন না।রাশেদ খান আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচনী বাধা তৈরির পরিকল্পনা করছে। তিনি ভীতি প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে বাধা দিলেই দেশে আরেকটি ২০০৭ এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। রাশেদ খান বলেছেন, বর্তমান সময় একতাবদ্ধ থাকার সময় না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শেখ হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছিল: নাহিদ

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার—এর মধ্য দিয়ে শেখ হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছিলেন। মুজিববাদী আদর্শ গত ৫০ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল। ২৪’র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। সাধারণ মানুষের গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন।

আমরা সর্বজনের অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যে বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ, কৃষকের বাংলাদেশ, মধ্যবিত্তের বাংলাদেশ, আমজনতার বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ ১৫তম দিনে ভোলা প্রেসক্লাব চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান