তারিখ লোড হচ্ছে...

সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন

ডেস্ক রিপোর্ট :
পুঁজিবাজারে সূচক গত সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন হচ্ছে এবং লেনদেনের পরিমাণ ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এই পরিস্থিতি বাজারের পতন এবং ক্রেতা সংকটের কারণে সৃষ্টি হয়েছে।
  • সূচকের অবস্থান: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (DSEX) সাড়ে ৩ মাস আগের অবস্থানে ফিরে এসেছে। এটি সর্বশেষ ৫,২০০ পয়েন্টে অবস্থান করছে।
  • লেনদেনের পরিমাণ: বাজারে লেনদেনের পরিমাণ ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এটি ৪ মাস আগেকার একটি সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি।
  • বাজারের পরিস্থিতি: বাজারে বিক্রির চাপ বেশি থাকলেও ক্রেতার অভাব দেখা যাচ্ছে। এতে বাজারের সার্বিক লেনদেন কমে গেছে। 

রাজধানীর মালিবাগে আদমের লিডার রাজিয়া সুলতানার দৌরাত্ম কোথায়?

রাহিমা আক্তার মুক্তা :

কথায় আছে চোরে না শুনে ধর্মের কাহিনী, তেমনি এক ছল কারসাজি নিয়ে বসেছেন রাজিয়া সুলতানা।
সিকান্দার ওভারসীজ ইন্টারন্যাশনাল এর নামে একটা RL -লাইসেন্স করে জনশক্তি থেকে। যাহার নাম্বার RL-1435।
কয়েক বছর আগে এই লাইসেন্স পায়।
তারপর থেকে শুরু করে আদম বানিজ্য। অনুসন্ধানে জানাযায় একটা RL – 1435 থেকে এরা দুইটা অফিস ব্যাবহার করে।
দফায় দফায় এদের দালান হাতছানি দিয়ে থাকে।
তারা মাঠ পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, অফিসে নিয়ে এসে পাসপোর্ট ও টাকা জমা নেয়। দালাল আলাউদ্দিন এর মাধ্যমে টাকা দেয় বরগুনার খোকন (৩৫) নামের এক লোক।
এক মাসের মধ্যে মালেশিয়া মরিচাস পাঠানোর কথা থাকলেও দীর্ঘ ১৩ মাস ঘুরেও কোন সুরহা আসেনা।
খোকনের দেয়া টাকা চাইতে গেলে নানা রকম তাল বাহানা করে দালাল আলাউদ্দিন, আলাউদ্দিন এর স্ত্রী, ও আদম কম্পানীর মালিক রাজিয়া সুলতানা।
এ ব্যাপারে রাজিয়া সুলতানার সাক্ষাৎ কার নিতে গেলে তিনি বলেন আমাকে সরকার লাইসেন্স দিয়েছে।
আমি সঠিক ভাবে কাজ করি।ওনি যদি সঠিক ভাবেই কাজ করে তাহলে জনগণের এতো ভোগান্তির কারন কি?
এবং সে সাংবাদিক দের হুমকিও দেয়, আমি ক্ষমতার বলে অফিস নিয়ে বসে আছি।
এখন কথা হলো কে সেই রাগববোয়াল, যার ক্ষমতায় দিনের পর দিন প্রতারণা করে যাচ্ছে রাজিয়া সুলতানা।

আরো জানাযায়,কেউ বাহিরে থাকলে এরা পাসপোর্ট ও করে দিতে পারে অদ্ভুত বাবাদের পাওয়ারের মাধ্যমে।
এদের কাছে অসম্ভব বলে কোন কথা নেই।
জায়গায় জায়গায় এদের দালালি।
সব রকম কন্টাক্ট চলে হোয়াটসঅ্যাপ ও ইমোতে।
দালালদের জন্য এদের সব রকম খানা পিনার ব্যবস্হাও থাকে।

আদম রাজিয়া সুলতানার ভাই মো: মাসুদ ও এই দালান চক্রের লিডার, গাইবান্ধা থেকে জেসমিন, ও খুকুমনি নামের দুই নারীকে বিদেশে পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তারা দীর্ঘ ৮মাস যাবত এই আদম অফিসে ঘুরতেছে৷
কোন সুরহা করেনা রাজিয়া সুলতানা।
এই আদম ব্যবসাহী রাজিয়ার নামে হাজারো জিডি ও অভিযোগ রয়েছে হাতিরঝিল থানায়।জানাযায়, রাজিয়ার নামে একাধিক মামলাও হয়েছে।

তবুও আইন প্রশাসন নীরব কেন।গরীব মানুষ দের কে স্বপ্ন দেখিয়ে রাস্তায় বসিয়ে মালিবাগে বসে এসির বাতাস খায় এই প্রতারক রাজিয়া। আইনের জোর হস্তক্ষেপ দাবি করছি।
(চলবে)

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম