তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ সফরে এসে প্রথম ওয়ানডেতে হেরে ব্যাকফুটে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ সিরিজ বাঁচাতে নেমেই বিশ্ব রেকর্ড  গড়েছে ক্যারিবীয়রা।মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ৪৫ ওভার স্পিন বোলিং করে বিশ্ব রেকর্ড গড়েছে উইন্ডিজ।এর আগে ১৯৯৬ সালে এক ইনিংসে শ্রীলংকার স্পিনারদের দিয়ে করিয়েছিল ৪৪ ওভার।

আজ এরইমধ্যে ৪৫ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করার রেকর্ড এখন ওয়েস্ট ইন্ডিজের।এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে বাংলাদেশ। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ১৪ বলে তিন ছক্কা আর তিন চারের সাহায্যে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন স্পিনার রিশাদ হোসেন।

৮৯ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার সৌম্য সরকার। ৫৮ বলে এক বাউন্ডারিতে ৩২ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ২৪ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে ২৩ রান করেন নুরুল হাসান সোহান।

দায়িত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষেই লাল বলের অধিনায়ক হিসেবে আর দায়িত্বে থাকছেন না শান্ত। এমন এক সূত্রকে উদ্ধৃত করে এই খবরই সামনে এনেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

এরপর আজ সোমবার কলোম্বোতে দলীয় অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত। সেখানে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’

ভালো পারফর্ম করেই অনেকেই অবসর নেয়, কিংবা অধিনায়কত্ব থেকে সরে যায়। শান্তর ক্ষেত্রেও কী এমন হবে জবাবে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘সবথেকে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না এই মুহূর্তে এরকম কোনো কিছু প্লান নেই।’

‘ভালো খেলতে ভালো খেলে ছেড়ে দিতে হবে, মানুষকে দেখাতে হবে এরকমও না। আবার খারাপ খেললে করা যাবে না, এরকমও না। জিনিসটা হয়েছে যেটা দলের জন্য ভালো হবে, দলের ভালো কিছু হবে ওটাই করা হবে। তো এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো।’

এরপরেই শান্ত যোগ করেন, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে খুব বেশি আলোচনা সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে আমি আশা করব এটা কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে চিন্তা করতে।’

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম