তারিখ লোড হচ্ছে...

মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান

নিজস্ব রিপোর্ট:

দুই বাংলার নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান এবার ভক্তদের চমকে দিলেন এক অনন্য ফটোশুটে। মা রেহানা মাসউদের বিয়ে ও বউভাতের শাড়ি পরে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ৪৫ বছর আগের সেই শাড়িগুলোতে সোনার সুতোয় কাজ  আর তাতে লুকিয়ে আছে যেন এক চিরন্তন রূপকথা যা এখনো নতুন বিবাহের গন্ধে ভরপুর। মায়ের শাড়ি পরে ফটোশুট করে জয়া আহসান তা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর  আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি, একটা বিয়ের একটা বউভাতের। বাবা কিনে নিয়ে গিয়েছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনো ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।

প্রিয়ন্তীর এগিয়ে চলা

বিনোদন রিপোর্টার॥
‘একটা কথা কী জানেন, বলবো..কষ্ট পাবে না তো’ এরকম রোমান্টিক সংলাপওয়ালা একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে খুললেই চোখে পড়ে। এটি অভিনেত্রী ও মডেল প্রিয়ন্তী উর্বীর সংলাপ। ‘এমনও দিনে তারে বলা যায়’ নাটকের তাঁর সংলাপটি অনেকেই পছন্দ করেছেন। নাটকটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি প্রকাশ হয়েছে নাটকটি। নাটকে এ তৌসিফ মাহবুবের বীপরীতে অভিনয় করেছেন তিনি। এতে তাঁর অভিনীত ‘অবন্তী’ চরিত্রটি দর্শকদে মুগ্ধ করেছে।

নাটকটি প্রসঙ্গে উর্বী বলেন, ‘দর্শক এই সময়ে যে ধরনের গল্পের নাটকে দেখতে চান এটি তেমনই। যারা ইউটিউবে কাজটি দেখেছেন, তাদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। গল্পের কারণে দর্শক কাজটি দেখছেন। সামাজিক মাধ্যমেও অনেক লেখালেখি হয়েছে। নাটকটি প্রকাশ হয়েছে এক সপ্তাহও হয়নি। এত কম সময়ে দর্শক সাড়ায় আমি অভিভূত।

আপনিতো বেশ বাছবিচার করে কাজ করেন। কোন ভাবনা থেকে এ নাটকে কাজ করেছেন? তিনি বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের গল্পে কাজ করেছি। সবসময়ই চেয়েছি ভিন্নধর্মী একটি কাজ করতে। নাটকের আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পূর্ণ। এতে অভিনয়ের অনেক জায়গা ছিল। এ কারণেই কাজটি করেছি। জাহিদ প্রীতম ভাইয়ের নির্মাণ মানেই তো আলাদা কিছু। আর সহশিল্পী হিসেবে তৌসিফ মাহবুব অসাধারণ। এগুলো কাজটি করতে আমাকে আগ্রহী করে তুলেছে।’

এর আগে তিনি অভিনয় করেছেন মাকসুদর রহমান বিশালের পরিচালনায় ‘হসি শেষে নীরবতা’ নাটকে। এতে তাঁর সহশিল্পী ছিলেন আরশ খান। এই জুটির অভিনয়ও দর্শক গ্রহন করেছে। এই জুটির ‘বন্দী’ নাটকটিও দর্শক প্রশংসা কুড়িয়েছে। নাটকের বাইরে সম্প্রতি তিনি মিউজিক ভিডিওতে মুখে দেখিয়েছেন। তাদের দেখা গেছে আভরাল সাহিলের ‘প্রেম আমার’ গানের মডেল হিসেবে। রোমান্টিক এ গানে একেবারে নতুন গ্ল্যামারাস লুকে হাজির হয়েছেন।

অভিনয় ক্যারিয়ারে নাটক ও মিউজিক ভিডিওতে গ্ল্যামার চরিত্রকে তাকে দেখা গেছে। মিউজিক ভিডিওর কাজ হাতে গোন। তবে নাটকে এখন তিনি নানা ধরনের গল্পের অভিনয় করছেন।

গ্ল্যামারাস চরিত্রের বাইরে অভিনয়ের ব্যাপারে এ অভিনেত্রীর ভাষ্য, ‘গল্পকে সব সময় প্রাধান্য দিতে চেষ্টা করি। গল্প ভালো লাগলে গ্ল্যামারাস হোক কিংবা গ্রামের কোনো সাধারণ মেয়ের চরিত্রে হোক কোনো চরিত্রেই অভিনয় করতে সমস্যা নেই। ক্যামেরায় সুন্দর লাগলে তো ভালো। তবে সুন্দরের চেয়ে আমি অভিনয়কে বেশি প্রাধান্য দিই। নির্মাতারা আমাকে ইদানীং গ্ল্যামারাস চরিত্রের বাইরেই বেশি ভাবছেন। নির্মাতাদের চাওয়া অনুযায়ী তাদের নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করছি। দর্শকের সাড়াও পাচ্ছি কাজগুলোতে।’

গত ঈদে উর্বী অভিনীত সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে তাঁর অভিষেক হয়েছে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয়েছে। এর পর আর কোন সিনেমায় অভিনয়ের খবর পাওয়া যায়নি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় অভিনয়ে আপত্তি নেই এই অভিনেত্রীর।

উর্বী বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে সিনেমায় কাজ করার অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় না করতে হয়েছে। ‘নীলচক্র’র মতো ভালো গল্পের সিনেমা দিয়ে অভিষেক হয়েছে। এটিই পরম পাওয়া। সিনেমায় কাজের অভিজ্ঞতাও অসাধারণ ছিল। সিনেমার মুক্তির পর আমার কাছে দর্শকের প্রত্যাশা বড়েছে। ভাল গল্প ও চরিত্র পেলে নিয়মতি অভিনয় করতে চাই। সংখ্যায় কম হলেও ভালো সিনেমায় অভিনয় করতে ইচ্ছা রয়েছে। তাই আপন গতিতে এগিয়ে যেতে চাই।’

শোবিজে এখন অনেকেই ভিউয়ের পেছনে ছোটে। উর্বী সেদিকে যেতে চান না। মানসম্পন্ন কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।

তিনি বলেন, ‘দেখুন, গল্প যদি সুন্দর হয় মানুষ কাজটি দেখুক বা না দেখুক, সেটা আর্কাইভে থেকে যাবে। ভালো কাজ আজকে না কালকে মানুষ দেখবেই। এমনিতেই আমি সামাজিক মাধ্যমে বেশী থাকি না। ভিউ বাণিজ্যও বুঝি না। বুঝলে এসবে অনেক অ্যাকটিভ থাকতাম। তারকা নয়, অভিনেত্রী হতে চাই। আরও অনেক বড় জায়গায় যাওয়ার ইচ্ছা রয়েছে। এজন্য অনেক পরিশ্রম করতে হবে। খুব জনপ্রিয় হতে হবে, এটি আমি মনে করি না। রাস্তায় দাঁড়ালে আমাকে দেখে ১০ জন ভিড় করবে, এমন ভাবনাও নেই। সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’

চেনা পথের বাঁকে ক্রমেই এগিয়ে যাচ্ছেন উর্বী। এমনটিই মনে করছেন তাঁর ভক্তরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম