তারিখ লোড হচ্ছে...

আবারও পুত্র সন্তানের বাবা হলেন নগরবাউল জেমস

ডেস্ক রিপোর্ট :

পুত্র সন্তানের বাবা হয়েছেন রকস্টার নগরবাউল জেমস। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। রথি এরপর আবার বিয়ে করেন।

আর চলতি বছরের জুনে জেমস ও নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম।এবার বাবা হওয়ার চার মাস পর সংবাদমাধ্যমে পুত্রসন্তান জন্মের অনুভূতি জানাতে গিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে জেমস বলেন, এ অনুভূতি অসাধারণ! এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।ব্যক্তিজীবনে এর আগে দুবার বিয়ে করেছেন জেমস। তার প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

হেমা মালিনীকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেন ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক॥

একসঙ্গে সিনেমার শুটিং করতে গিয়েই বিবাহিত ধর্মেন্দ্রর প্রেমে পড়েছিলেন হেমা মালিনী। কয়েক বছর চুটিয়ে প্রেম করেন, এরপর যখন বিয়ের পালা আসে তখনই ঘটে বিপত্তি।

ধর্মেন্দ্রের স্ত্রী প্রকাশ কৌর কিছুতেই বিচ্ছেদে রাজি ছিলেন না। কিন্তু হেমাকে বিয়ে করার জন্য নিজের ধর্মও অনায়াসে ত্যাগ করে দেন ধর্মেন্দ্র।

হিন্দু বিবাহ আইন অনুযায়ী, যেহেতু বিবাহিত অবস্থায় নারী বা পুরুষ অন্য বিবাহে লিপ্ত হতে পারেন না, সেই কারণে ওরা নাকি ধর্মই পাল্টে ফেলেছিলেন রাতারাতি। গ্রহণ করেছিলেন ইসলাম!

শরীয়ত আইন বলে, ইসলাম ধর্মাবলম্বী পুরুষ একই সময়ে ৪টি বিবাহ করতে পারেন। তাই হেমাকে বিয়ে করার ক্ষেত্রে প্রকাশ কৌর বিচ্ছেদ না দিলেও অসুবিধে হয়নি ধর্মেন্দ্রর। তবে ধর্মান্তরিকরণের কারণে দুটি নতুন নাম নিতে হয় তাদের। ধর্মেন্দ্রের নতুন নাম হয় দিলওয়ার খান। অন্যদিকে হেমার নতুন নাম হয় আইশা। যদিও এই দু’টি নাম পরবর্তীতে আর ব্যবহার করেননি তারা। এমনকি ইসলাম ধর্ম পালন করতেও দেখা যায়নি তাদের।

মুসলিম ধর্ম পরিবর্তিত হওয়া নিয়েও কোনোদিন প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি তাদের। ১৯৮০ সালে বিয়ে করেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী। তাদের দুই সন্তান রয়েছে।

language Change
সংবাদ শিরোনাম