তারিখ লোড হচ্ছে...

সৌদি আরবে নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ

ডেস্ক রিপোর্ট :

মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে শায়খ ড. সালেহ বিন ফাওযান আল-ফাওযানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দুই পবিত্র মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, শিক্ষক ও ধর্মবিষয়ক প্রেসিডেন্সির সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শায়খ ফাওযানকে অভিনন্দন জানান শায়খ সুদাইস। তিনি বলেন, বাদশাহ সালমানের রাজকীয় আদেশের মাধ্যমে শায়খ ফাওযানকে গ্র্যান্ড মুফতি ও ইফতা ও গবেষণাবিষয়ক সাধারণ প্রেসিডেন্সির প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি ইসলামী জ্ঞানচর্চা ও ফতোয়া প্রতিষ্ঠানের মর্যাদাকে আরও সুদৃঢ় করবে।

শায়খ ফাওযানের গভীর জ্ঞান, ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনা ও পরিমিত ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রশংসা করে শায়খ সুদাইস বলেন, গবেষণা  দাওয়াত ও ফিকহে তার অবদান শুধু সৌদি আরব নয়, সমগ্র ইসলামী বিশ্বকে সমৃদ্ধ করেছে।তিনি আরও বলেন, এই নিয়োগ সৌদি নেতৃত্বের সেই প্রজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যার মাধ্যমে আলেমদের মর্যাদা রক্ষা ও ইসলামী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা জোরদার করার প্রতি অঙ্গীকার প্রকাশ পায়।

বিশেষ করে সমাজে মধ্যপন্থা ও ভারসাম্যের আদর্শ প্রতিষ্ঠায় এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার জন্য শুভকামনা ও দোয়া করে শায়খ সুদাইস বলেন, আল্লাহ যেন শায়খ সালেহ আল-ফাওযানকে তার নতুন দায়িত্ব পালনের তাওফিক দান করেন, ইসলাম, দেশ ও নেতৃত্বের সেবা করার শক্তি প্রদান করেন এবং সৌদি আরবে স্থায়ী শান্তি, স্থিতি ও কল্যাণ বরকত বজায় রাখেন।

ফেসবুক লাইভে এসে ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাব দিলেন হিরো আলম

সোশ্যাল মিডিয়াঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা মন্তব্যের জবাব দিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসে তিনি ওবায়দুল কাদের করা মন্তব্যের জবাব দেন।

হিরো আলম বলেন, গত ২-৩ দিন ধরে কিছু দল আমাকে নিয়ে কিছু কথা-বার্তা বলছে। আজকে দেখলাম আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের স্যার আজকে হিরো আলমকে নিয়ে কিছু মন্তব্য করেছেন যে, বিএনপি নাকি আমাকে দাঁড় করিয়েছে। আমার কথা বিএনপি কেন আমাকে দাঁড় করিয়ে দেবে? ভোটের দিন বিএনপির কেউ আমার পাশে ছিল? আপনারা কেউ দেখেছেন? আমি স্বতন্ত্ৰ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমাকে কেউ দাঁড় করিয়ে দেয়নি।

তিনি বলেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারও বলছেন, এই সরকার নাকি অসহায় হয়ে গেছে। এই সরকার অসহায় হয়েছে কিনা জানি না। তবে আমি হিরো আলম যে অসহায় হয়ে গেছি, এই প্রশ্নের জবাব কে দেবে? আমার ভোটের ফলাফল যে কেড়ে নেয়া হলো, এ প্রশ্নের জবাব কে দেবে? আমি কার কাছে বিচার দেবো? আমি যাদের কাছে বিচার দিচ্ছি তারা তো বিচারের কোনো ফলাফল দিচ্ছে না।

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে বলব। সবার বিচারই তো আপনি করেন, আমাদের বাংলাদেশের পুরো বিচার। তাই আমিও আপনার কাছে বিচার দিলাম যে, আমার ভোট সুষ্ঠু মতো হলো, কিন্তু আমার ভোটের ফলাফল সুষ্ঠু মতো রায় দেয়া হলো না কেন? আমি এর বিচার চাই।

তিনি বলেন, আর একটা বিষয় ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম এখন জিরো হয়ে গেছে। এটা ভুল বলেছেন। হিরোকে কেউ কোনোদিন জিরো বানাতে পারে না। হিরো হিরোই থাকে। আমাকে কেউ জিরো বানাতে পারেনি, পারবেও না। এটা আপনি ভুল বলেছেন। হিরো আলম হিরোই আছে। হিরোকে যারা জিরো বানাতে এসেছে, তারাই জিরো হয়েছে।

ওবায়দুল কাদের স্যার এটাও বলেছেন, হিরো আলম বিএনপির কাঁধে ভর দিয়ে চলছে। আমি বলতে চাই, হিরো আলম কারও কাঁধে ভর করে চলে না। হিরো আলমকে প্ল্যান করে হারানো হয়েছে। হিরো আলম হারার প্রশ্নই ওঠে না বলে জানান তিনি।

লাইভে তিনি বলেন, পার্লামেন্টকে ছোট করা হবে হিরো আলম যেদিন সংসদে যাবে, আমি যখন নমিনেশন কিনি তখন বলা উচিত ছিল আমার কাছে যেন মনোনয়নপত্র বিক্রি করা না হয়। আমি গেলে সংসদ কেন ছোট হবে?

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম