তারিখ লোড হচ্ছে...

রোনালদো স্পর্শ করলেন ৯৫০ গোলের মাইলফলক

স্পোর্টস রিপোর্ট:

থামছেনই না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে গোল করে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৯৫০টি অফিসিয়াল গোলের মাইলফলক স্পর্শ করলেন আল নাসর তারকা।

আল-হাজমের বিপক্ষে আল নাসরের ২-০ ব্যবধানের জয়ে ম্যাচের ৮৮তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এটি ছিল চলতি মৌসুমে তার ষষ্ঠ লিগ গোল এবং সব মিলিয়ে সপ্তম। ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর সৌদি ক্লাবটির হয়ে এরই মধ্যে শতাধিক গোল করে ফেলেছেন তিনি।কয়েক মাস আগেই রোনালদো জানিয়েছিলেন, ১০০০ গোল না করে তিনি থামবেন না। ৯৫০ গোল করা রোনালদোকে হাজার গোল স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ৫০ গোল।ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪০ পেরোনো রোনালদো জানান, ‘দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আনন্দিত। সব সময় আরও বেশি কিছুর জন্য ক্ষুধার্ত।

চীনকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ,সেমিফাইনালে উঠার পথে

চীনকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ বালক দল টানা তৃতীয় জয় পেয়েছে। আজ স্বাগতিক চীনকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের সাত মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিশাল আহমেদের হিটে ব্যবধান হয় দ্বিগুণ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি।

তৃতীয় কোয়ার্টারে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিক চীন।

জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসানের গোলে বাংলাদেশ জয়ের পথে থাকে। চতুর্থ কোয়ার্টারে আরো এক গোল পরিশোধ করে চীন খেলায় ফেরার আরেক দফা চেষ্টা করে। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সতর্কতামূলক খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

হংকংয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে পুল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারিয়েছিল। আজ স্বাগতিক চীনকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠার পথে অনেকটা এগিয়ে গেল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।

language Change
সংবাদ শিরোনাম