তারিখ লোড হচ্ছে...

 খাগড়াছড়িতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গণসংযোগ

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” শ্লোগান ধারণ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খাগড়াছড়ি জেলা’র আয়োজনে রামগড় মাষ্টারপাড়া, সোনাইপুল , কালাডেবা বাজার সহ বিভিন্ন স্থানে তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল হতে বিকাল পর্যন্ত লিফলেট বিতরণ ও “ভোট ফর ওয়াদুদ ভূইয়া,ভোট ফর ধানের শীষ” ক্যাম্পিং গণসংযোগ এ উপস্থিত ছিলেন, আইনজীবী ফোরামের উপদেষ্টা, জেলা পিপি ও জেলা বিএনপির সহ-সভাপতি মন্জুর মোর্শেদ ভূইয়া, ফোরামের উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক মিন্টু, ফোরাম এর সভাপতি বিপুল চাকমা, আইনজীবী ফোরাম ও সমিতির সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম, ফোরামের সহ-সভাপতি জামাল হোসেন সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক করিম উল্লাহ্, যুগ্ম-সম্পাদক মোঃ শাহজাহান, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা প্রমুখ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গণসংযোগের সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া, রামগড় পৌর বিএনপি সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্যাহ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইলিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ, জামাল শামীম, জেলা জিয়া পরিষদ এর সহ-সভাপতি মোশারফ হোসেন ও রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

বাসায় ঢুকে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের সালথায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাসায় ঢুকে ধর্ষণের অভিযোগে মো. সোহেল রানা (২২) এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে পটুয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

সালথা থানা পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে সোহেল। ওই স্কুলছাত্রীর মা প্রবাসে থাকেন। বাবা ও ভাই জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় গিয়ে শ্রমিকের কাজ করেন।

গত ১৪ মার্চ মেয়েটি বাড়িতে একা ছিল।

এই সুযোগে বখাটে সোহেল মেয়েটির বাড়িতে এসে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালথা থানায় একটি মামলা করেন।

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হোসেন বলেন, ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক ছিলেন। রবিবার দিবাগত রাতে র‌্যাবের সহযোগিতায় পটুয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম