তারিখ লোড হচ্ছে...

পানছড়িতে দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি উপজেলা প্রতিনিধি:

ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পানছড়ির দুদুকছড়া ,অংজপাড়া উযেয়া বৌদ্ধ বিহারে ৫ম তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী অংশ নেন। পঞ্চশীল গ্রহণ শেষে সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধমূর্তি দান, চীবর দান, হাজার বাতি দান,কল্পতরু দানসহ নানাবিধ দান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইন্দামেজু মহাথেরো।

এসময় পন্যার্থীদের উদ্দেশ্য ধর্মদেশনা দেন বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ পইঞাসারা ভিক্ষু, কুওয়েদা থের, সুমিতা ভিক্ষু প্রমুখ।

অনুষ্ঠানে উযেয়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সভাপতি সুইহলা মারমা , সাধারণ সম্পাদক উহলাস্যাং মারমা, উযেয়া বৌদ্ধ বিহারে বিহার পরিচালনা কমিটি নেতৃবৃন্দ, গ্রামবাসীসহ বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ঐতিহাসিক ঘটনার স্মরণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতিবছর এ ধর্মীয় উৎসবকে ‘কঠিন চীবর দান’ হিসেবে পালন করে আসছেন।

আইএইচটি এন্ড ম্যাটস- এ বৃক্ষরোপণ কর্মসূচি

আইএইচটি এন্ড ম্যাটস- এ বৃক্ষরোপণ কর্মসূচি

কুমিল্লা সদর প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষায় কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫ খ্রিঃ) বেলা সাড়ে এগারো টায় কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লায় প্রতিষ্ঠানের সামনের মাঠে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্ভোধণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আব্দুস সেলিম।

এসময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম,ডাঃ সৈয়দ আশরাফ হোসেন,
অধ্যাপক আলী আহসান টিটু,
ডাঃ সাইফুল ইসলাম,চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন,
হিসাব রক্ষন কর্মকর্তা কে এম মোহাইমিন রাফি,প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, আমিনুল ইসলাম ভুঁইয়া, অফিস সহকারি রিপন, রফিক, তপন,রাজেসপ্রমুখ।

আম,কাঠাল,পেয়ারা,
নিমসহ বিভিন্ন ফুল ও ফল গাছের চারা রোপণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের সাধ্যমতো সবাই যদি অন্তত একটি করে গাছ রোপণ করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।

উদ্ভোধন শেষে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে চারা রোপণ করে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন রাজধানীতে নামেই ফুটপাত, হাঁটার উপায় নেই ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে শেরপুরে কাঁচা সড়কে ভোগান্তিতে সাধারণ মানুষ আমতলীতে ফাজিল পরীক্ষায় ৯ জন বহিস্কার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পুলিশ কর্তৃক পলাতক মাদক কারবারি গ্রেপ্তার