বিএনপি সরকারে গেলে এফআইডি বিলুপ্ত করা হবে : আমীর খসরু

ডেস্ক রিপোর্ট :

আজ সোমবার রাজধানীতে দুই দিনব্যাপী ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫ এর প্রথম দিনের প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুলশানে লেকশোর হোটেলে এ সামিট অনুষ্ঠিত হয়েছে। এর যৌথ আয়োজক ভয়েস ফর রিফর্ম, ব্রেইন, ইনোভিশন কনসাল্টিং, ফিনটেক সোসাইটি ও নাগরিক কোয়ালিশন। দেশের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে অর্থনৈতিক সংস্কারকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আনাই এই সম্মেলনের মূল লক্ষ্য। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা এফআইডি বিলুপ্ত করা হবে বলে জানিয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে এফআইডি বিলুপ্ত করা হবে। সরকারি ব্যাংকগুলোর কে কোথায় বসবে, কীভাবে লুট করবে, তা ঠিক করা ছাড়া এ বিভাগের আর কোনো কাজ নেই। গত মেয়াদে (বিএনপির) এটা বন্ধ করে দিয়েছিলাম, শেখ হাসিনা আবার ফিরিয়ে এনেছিল। আমীর খসরু বলেন, নতুন বাংলাদেশে জনগণমুখী নতুন অর্থনীতি গড়তে হলে আর্থিক শৃঙ্খলা ও সংস্কার দরকার। এ জন্য বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে। ব্যাংক খাতের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক, সরকার নয়। এখানে রাজনৈতিক নিয়োগ হবে না। বিএনপি কখনো বিএসইসি (শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা) বা বাংলাদেশ ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দেয়নি।

বিএনপির নেতা বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান গড়তে কেন ছয় মাস লাগবে? কেনো সরকারি অফিসে দৌড়াতে হবে? সভ্য দেশে এসব নাই। ব্যবসা সহজ করতে নতুন ফর্মুলা আবিষ্কার করার দরকার নেই। বিশ্বের সবচেয়ে ভালো অনুসৃত নীতিগুলো অনুসরণ করতে পারি।  ব্যবসায় আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে আমলাদের কাজ কমিয়ে দেওয়া হবে মন্তব্য করে তিনি বলেন, আমরা সিরিয়াস ডিরেগুলেশন করবো। ব্যবসায়িক সংগঠনগুলোকে নিজেদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। নীতিমালা তৈরি করবে নীতিনির্ধার করা, আমলারা নয়।

আমীর খসরু বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য পুরনো মডেল কাজ করছে না। এটা কিছু মানুষের ভাগ্য বদলেছে, সাধারণ মানুষের নয়। আমাদের সাধারণ মানুষের ভাগ্য বদলের অর্থনৈতিক মডেল নিয়ে এগুতে হবে। যেখানে শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, খেলাধুলা, থিয়েটারও বিকাশ করা হবে, এক্ষেত্রে বিনিয়োগ হতে হবে। তার মন্তব্য বিনিয়োগের জন্য পুঁজিবাজার লাগবে, বিশেষত দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য।

হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব

হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব

ডেস্ক রিপোর্ট:

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় হতাহতদের তথ্য যাচাই ও স্বচ্ছতা নিশ্চিত করতেই ক্যাম্পাসে ৯ ঘণ্টা অবস্থান করেছিলেন-এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৩ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, বিভ্রান্তি দূর করতে কলেজ ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন দুই উপদেষ্টা।

এই কক্ষ থেকেই প্রতিদিন আহত ও নিহতদের হালনাগাদ সংখ্যা জানানো হবে এবং তা মিলিয়ে দেখা হবে কলেজ রেজিস্টারের উপস্থিতি তালিকার সঙ্গে।
প্রেস সচিব লেখেন, ‘সরকারের মৃত্যুর সংখ্যা গোপন করার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘গতকাল মাইলস্টোন কলেজে গিয়ে দেখি চারদিকে শোক ও ক্ষোভে ভারী এক পরিবেশ। অনেক শিক্ষার্থী তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শেয়ার করেছে। কেউ কেউ অভিযোগ করেছে, মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

২০০২ সাল থেকে বহু দুর্ঘটনার সংবাদ কাভার করার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, বাংলাদেশে মৃত্যুর সংখ্যা গোপন রাখা প্রায় অসম্ভব। নিখোঁজদের পরিবারের সদস্যরা রিপোর্ট করেন, পরে হাসপাতাল ও প্রশাসনের তথ্য অনুযায়ী অধিকাংশই তাদের প্রিয়জনকে খুঁজে পান। মাইলস্টোন কলেজ চাইলেই হাজিরা খাতায় দেখে অনুপস্থিতদের শনাক্ত করতে পারবে।

শফিকুল আলম বলেন, কলেজ ক্যাম্পাসে যে কন্ট্রোল রুম গঠন করা হচ্ছে, সেখানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। আশা করা যাচ্ছে, এটি আজ থেকেই পূর্ণভাবে চালু হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সামরিক বাহিনীও আহতদের অবস্থা নিয়ে নিয়মিত তথ্য দিচ্ছে। আমরা চাইলে আগেই চলে আসতে পারতাম,’ বলেন তিনি। ‘কিন্তু উপদেষ্টারা চেয়েছেন যেন কোনো রকম বলপ্রয়োগ ছাড়া শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধান হয়। তারা প্রয়োজনে রাতেও থাকার প্রস্তুতি রেখেছিলেন। আমরা তখনই বিদায় নিই, যখন বুঝি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা আমাদের জাতির শহীদ। আসুন, সবাই মিলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও নিরাপদ করি, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে। ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের একটি শ্রেণিকক্ষে বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম