
স্পোর্টস রিপোর্ট:
গত মৌসুমে টানা চার হারের পর অবশেষে বার্সেলোনাকে হারাল রিয়াল মাদ্রিদ। গতকাল লা লিগার খেলায় সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে রিয়াল জিতেছে জয় ২-১ ব্যাবধানে। এই জয় রিয়ালের লা লিগা শিরোপা জয়ের সম্ভাবনাও বেশ বাড়িয়ে দিয়েছে।
১০ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৭, বার্সেলোনার ২২। প্রশ্ন হচ্ছে, গত মৌসুমে রিয়ালের বিপক্ষে দুর্দান্ত খেলা বার্সা গতকাল রাতে কোথায় ভুল করল। আর রিয়ালই–বা কীভাবে ঘুরে দাঁড়াল। এল ক্লাসিকোতে রিয়ালের জয় ও বার্সার হারের তেমনই চারটি কারণ জেনে নেওয়া যাক।






