তারিখ লোড হচ্ছে...

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস পরিদর্শনে চিকিৎসা অনুষদের সচিব

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধিঃ

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৭অক্টোবর) সকালে কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়াস্থ কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) পরিদর্শন করেন বাংলাদেশ রাস্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিব (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সাইফুল ইসলাম। এরপর তিনি শিক্ষকদের সাথে এক মতবিনিময়ে অংশ নেন।  এসময় পরিদর্শনে যুক্ত ছিলেন,সহকারী পরিচালক (প্রশাসক) ডাঃ ওয়াসেক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (আর্থিক ব্যবস্থাপনা) উপ পরিচালক ডাঃ সোয়েব আহম্মেদ। ম্যাটস কুমিল্লার অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ সালাহউদ্দিন মাহমুদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ এ কে এম আবদুস সেলিম, উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ সৈয়দ আশরাফ হোসেন, ডাঃ ফারহানা ইয়াসমিন,ডাঃ আব্দুল্লাহ বিন সালাহউদ্দিন, পিযুস কান্তি সরকার, মোঃ খোরশেদ আলম, প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার প্রমুখ।

২০২০-২০২১ হতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত একাডেমিক অনুমোদন নবায়নের লক্ষে পরিদর্শনে আসেন। শিক্ষাকে এগিয়ে নিতে ও অনন্য সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠানের বর্তমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং ভবিষ্যৎ উন্নয়নের রুপরেখা তৈরি করাসহ সার্বিক পরিস্থিতির বিষয়ে পরামর্শ প্রদান করেন অতিথিরা।

মিজানুর রহমান আজহারীর আসার খবরে কক্সবাজারে জনতার ঢল

স্টাফ রিপোর্টার: 

জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর আসার খবরে কক্সবাজারের পেকুয়ায় মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে তার।

তাফসির ময়দানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন। জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী আজ রাত ৮টার দিকে হেলিকপ্টারে চড়ে পেকুয়া আসার কথা রয়েছে এবং তিনি রাত ১০টায় আলোচনা করবেন।

পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী বলেন, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামী আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। মানুষ সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে যৌথ বাহিনী আমাদের সহযোগিতা করছে। আজহারী হুজুর রাত ১০টায় আলোচনা করবেন।

মাহফিলে আসা ইরফানুল হাসান বলেন, আজহারী হুজুর দীর্ঘ ৫ বছর পর কক্সবাজারে আসছেন। হুজুরকে এতদিন মোবাইলে দেখেছি, বাস্তবে দেখতে এক দিন আগে থেকে পেকুয়ায় এসেছি।

আবদুল্লাহ আল সম্রাট বলেন, হুজুরকে দেখতে এসেছি। এত পরিমাণ মানুষ হয়েছে যে প্যান্ডেলে পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, বৃহত্তর ঐতিহাসিক তাফসির মাহফিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে চকরিয়া-পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.রাকিব-উর রাজা মাহফিলের স্থান পরিদর্শন করেছেন। আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এক দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। প্রথম অধিবেশনে আলোচনা করছেন মনিরুল ইসলাম মজুমদার।

সবা:স:জু- ৫৩১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম