তারিখ লোড হচ্ছে...

২৪ ঘন্টা বন্ধ থাকার পরে চালু হয়েছে মেট্রোরেল

২৪ ঘন্টা বন্ধ থাকার পরে চালু হয়েছে মেট্রোরেল

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে আজ সোমবার বেলা ১১টা থেকে। গতকাল রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যুর পর গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছিল মেট্রোরেলের যাত্রীরা।

সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গতকাল বেলা তিনটার পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক সবুজ বাংলাদেশকে বলেন মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়েছে, বাকি অংশ চালু করতে একটু সময় লাগবে কারণ ক্রেন আসতে হবে। আবার দুর্ঘটনা যাতে না ঘটে সেইজন্য মেরামতের পর পরীক্ষা করতে হবে। কখন মেট্রোরেল চালু হবে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ।

আজ আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। এতে কোনো সমস্যা পাওয়া না যাওয়ায় আজ বেলা ১১টার দিকে মেট্রোরেল চালু করা হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফের অবরোধ করলো শ্রমিকেরা

স্টাফ রিপোর্টার: 

বকেয়া বেতনের দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরে কারখানার শ্রমিকরা। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুর এলাকায় তারা টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা এ অবরোধ সৃষ্টি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় ওই পোশাক কারখানা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন।

একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-মহাসড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, এর আগে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টানা ৬০ ঘণ্টা অবরোধ করেছিলেন টিএনজেড কারখানার শ্রমিকেরা। সোমবার (১১ নভেম্বর) রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

সবা:স:জু-৯৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম