তারিখ লোড হচ্ছে...

গরু আনতে গিয়ে নিখোঁজ যুবক

ডেস্ক রিপোর্টঃ

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এর আগে রোববার রাতে সীমান্ত পার হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।নিখোঁজ সোহেল রানা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের মইনুল ইসলামের ছেলে। দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান জানান, সোহেল রানা কয়েকজন সহযোগীর সঙ্গে রোববার রাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যান। অন্যরা দেশে ফিরে এলেও সোহেল আর ফেরেননি। সোহেল রানার নিখোঁজের বিষয়টি প্রথমে গোপন রেখেছিল তার পরিবার। পরে বিষয়টি জানাজানি হয়।

আরেক ইউপি সদস্য( মো. সুমির) মঙ্গলবার সকালে বলেন, এখন পর্যন্ত সোহেল রানার কোনো খোঁজ পাওয়া যায়নি। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজের বিষয়টি স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন। ঘটনাটি নিশ্চিত হওয়ার জন্য আমরা অনুসন্ধান চালাচ্ছি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে বিএসএফ জানিয়েছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

চাঁদা না দেওয়ায় ১০ দোকানে তালা গ্রেপ্তার ৪ জন

চাঁদা না দেওয়ায় ১০ দোকানে তালা গ্রেপ্তার ৪ জন

নাটোর সংবাদদাতা:

নাটোরের বড়াইগ্রামের আহম্মদপুর বাজারে চাঁদা না দেওয়ায় ১০টি দোকানে তালা লাগিয়ে দখল নেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি রুহুল আমিন (৪৫) তার ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০) স্থানীয় বিএনপি কর্মী হায়দার আলী (৪৫) ও তার বাবা মুজিবর রহমান (৭০)।

পুলিশ জানায় দোকান মালিক কোরবান আলী শাহ আলম ও মোতালেব হোসেন দীর্ঘদিন ধরে বৈধ মালিকানা ও দখলে থাকা অবস্থায় হঠাৎ করে অভিযুক্তরা প্রতিটি দোকানের জন্য মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। রাজি না হওয়ায় তারা ১০টি দোকানে তালা লাগিয়ে দেন এবং ব্যবসায়ীদের হুমকি দেন। অভিযোগ পেয়ে সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানা যৌথভাবে অভিযান চালিয়ে দোকানগুলোর দখল পুনরুদ্ধার করে প্রকৃত মালিকদের জিম্মায় দেয় এবং চারজনকে গ্রেপ্তার করে। বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম