চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় লাইনচ্যুত মালবাহি ট্রেন

ডেস্ক রিপোর্টঃ

সোমবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। সাগরিকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিগন্যাল না মেনে ট্রেনের ইঞ্জিনে সজোরে আঘাত করে। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন, চট্টগ্রামে সমস্যা হচ্ছে না। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।

বরুড়ার গালিমপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন

বরুড়ার গালিমপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়ার গালিমপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২০শে মে মঙ্গলবার বিকাল পাঁচটায় গালিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মামলার আসামী ও তার পরিবারের সদস্যদের অংশগ্রহণে, অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গালিমপুর এলাকার জাকির হোসেন সুমন, আবদুল বারিক, মোঃ সজিব হোসেন, সুজন, মোঃ সালমান হোসেন, মামলার আসামী সুজন হাসান ও বিল্লালের বাবা সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন গত ২৩শে এপ্রিল ভাউকসার এলাকার মৃত সাত্তার মুহুরীর ছেলে আবদুল জলিলের বাড়িতে বেলা আনুমানিক ১১টার দিকে কে বা কাহারা হামলা চালিয়ে, আবদুল জলিলের বাড়িঘরের ব্যাপক ক্ষতিসাধন করে, আর তারই ধারাবাহিকতায় গত ৭ ই আবদুল জলিল বাদী হয়ে বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে বহু নিরীহ অসহায় মানুষকে এই মামলার এজাহারে অন্তভূক্ত করা হয়েছে।

এ ব্যাপারে মানববন্ধন কারীরা এই মামলার সুষ্ঠু সুন্দর ভাবে তদন্তের মাধ্যমে দোষী ব্যাক্তিদের চিন্হহিত করে বিচারের আওতায় আনা হউক।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম