তারিখ লোড হচ্ছে...

কুমিল্লায় অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির মানববন্ধন

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা থেকেঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২৩ সালের বিআরটিএ প্রণীত খসড়া নীতিমালা সংশোধন ও অ্যাম্বুলেন্সের বাণিজ্যিক রেজিস্ট্রেশনের দাবিসহ সাত দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫ খ্রিঃ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ এ্যম্বুলেন্স মালিক কল্যান সমিতি কুমিল্লা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাত দফা দাবিসমূহের মধ্যে রয়েছে ২০২৩ বিআরটিএ কতৃক খসড়া নীতিমালা সংশোধনী, অ্যাম্বুলেন্সের বাণিজ্যিক রেজিষ্ট্রেশন, জাতীয় জরুরি সেবা এম্বুলেন্সে ২৪ ঘন্টা সিএনজি ও গ্যাস চাই, দেশের সকল রাস্তা ও সেতুতে (অ্যাম্বুলেন্স, লাশবাহী ফ্রিজিং গাড়ি) টোল ফ্রি বাস্তবায়ন, সকল হাসপাতালে অ্যাম্বুলেন্স, পার্কিং সুবিধা এবং বকেয়া আয়কর মওকুফ  সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ট্রাফিক সার্জেন্ট কর্তৃক হয়রানি থেকে মুক্তি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক ইউসুফ, সহ সাধারণ সম্পাদক মিন্টু,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলা থেকে অ্যাম্বুলেন্স মালিক, চালক ও শ্রমিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ‘বিআরটিএ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অসহযোগিতা এবং অ্যাম্বুলেন্স ভাড়ার শর্ত সম্পূর্ণ বেআইনি। আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমরা চাই, আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক।’

মেঘনায় জোড়পূর্বক জমি দখল ও মারপিটের অভিযোগ

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় জোরপূর্বক জমি দখল ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (৩০ মে,২৪) উপজেলার লুটেরচর গ্রামের দক্ষিণ পাশে ভাটেরচর নতুন রাস্তা হতে উপজেলা যেতে প্রায় ১ কিলোমিটার এগিয়ে হাইওয়ে রাস্তা থেকে শ্যামলীমা প্রজেক্ট পর্যন্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তার কাজ চলাকালীন সময় জোড়পূর্বক জমি দখল ও মারপিটের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, এই জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিজ্ঞ আদালত, দাউদকান্দি সিনিয়র সহকারী জজ আদালতে মুক্তার হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে দেওয়ানী মামলা দায়ের করেন। বাদী আইনী লড়াইয়ে কুমিল্লার বিজ্ঞ লাকসাম সিনিয়র জর্জ আদালত থেকে গত ২৯ মে, একটি অস্থায়ী নিষেধাজ্ঞাও নিয়ে আসেন। এ নিষেধাজ্ঞায় আছে যে, আগামী ধার্য্যকৃত তারিখ পর্যন্ত নালিশী ভূমিতে উভয় পক্ষকে স্থিতিশীল আদেশ বজায় রাখার নির্দেশ দেওয়া গেল। কিন্তু কোর্টের এই আদেশ অমান্য করে চলছে শ্যামলীমা সমবায় সমিতি লিমিটেড এর রাস্তার কার্যক্রম। মামলাদীন ভূমি হচ্ছে বি, এস ১৩৮৬ ও ৩৫৫ সাবেক ৬১২,৬১৩,৭৫১,৬১৪,৫৬৪ মোট ১১৪ শতক ভূমির উপর মামলা চলমান।

শ্যামলীমা সমবায় সমিতির লিমিটেড এর সাধারণ সম্পাদক মেঘনা উপজেলার সাবেক ইউএনও বর্তমান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালক মোহাম্মদ সামছুল হকের সাথে কথা বললে তিনি বলেন- এখানে এলজিইডি’র একটা প্রকল্পের কাজ করতেছে, যারা অভিযোগ করছে তারা সরকারি জায়গা দখল করে আছে। এদিকে উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার বিষয়টি অস্বীকার করে বলেন- শ্যামলীমা প্রজেক্টে এখন কোন এলজিইডি কাজ করতেছে না।

সরজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক তাদের ব্যক্তি মালিকানা জমি দখল করে রাস্তা নির্মান করতেছে। সরকারি কোনো প্রকল্প নেই, নেই কোনো সরকারি অনুমোদন। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার নাকের ডগা দিয়ে কি করে এমন অবৈধ রাস্তা নির্মান করে এমন অভিযোগ তুলে প্রশ্ন ভুক্তভোগীদের।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস আমাদের এই প্রতিনিধিকে বলেন, আমি সরজমিনে গিয়ে খাসজমি নির্ধারন করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি এবং এ জমির বাহিরে কাজ না করার নির্দেশ দিয়েছি। এই রাস্তা নির্মানের নামে স্থানীয় প্রভাবশালীদের মাঝে টাকার অংঙ্ক পারসেন্টিস হিসাবে ভাগাভাগি হয় বলে মানুষের মাঝে গুঞ্জন রয়েছে। সাধারণ মানুষ বাঁধা দিতে গেলে তাদেরকে হামলা- মামলা ও বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। প্রভাবশালীদের আতঙ্কে তারা মানবেতর জীবন যাপন করছে।

 

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান