তারিখ লোড হচ্ছে...

সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাঁধার প্রতিবাদে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীপুর উপজেলার বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাঁধা দেওয়ায় এবং সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের বাঁধা প্রদান এবং ধর্মীয় আঘাত এনে বৌদ্ধ মন্দিরের জায়গা বলে দাবি করেন তারা। বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে খতিয়ে দেখি এটি কোনো মন্দিরের জায়গা নই। ইউপিডিএফ মূলত বাঁধা প্রদান করে তাদের রাজস্ব কায়েম এ সেনাবাহিনী ডাল হয়ে দাঁড়াতে চায়। এছাড়াও সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদ জানান বক্তারা। একইসাথে পার্বত্য চট্টগ্রাম থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীদের হাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তাহের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুজ্জামান ডালিম, দপ্তর সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা আহমেদ মৌ সহ জেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

নয় যাত্রীর মামলা প্রত্যাহার ও কুমিরা-গুপ্তচরা ঘাটে যাত্রী হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম অফিসঃ

চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া ঘাটে যাত্রী হয়রানি, ২৮ জুন গ্রেফতার হওয়া ৯ যাত্রীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ঘাটের অনিয়ম- দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে সন্দ্বীপ অধিকার আন্দোলন ও সন্দ্বীপ নাবিক নামের দুটি সংগঠন।

আজ শুক্রবার (৩০জুন) সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদারের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলেগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, সন্দ্বীপ নাবিক এর আহবায়ক মো. সোহেল, সাংবাদিক চারু মিল্লাত ও সমাজকর্মী মো. সাইফ। মানববন্ধনে সন্দ্বীপের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সন্দ্বীপ উপজেলা আওয়ামীলেগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের কুমিরা- গুপ্তছড়া নৌরুটে কতিপয় সিন্ডিকেট, সন্ত্রাসী, রক্তপিপাসুরা সন্দ্বীপের মানুষকে মানুষ বলে গণ্য করে না। বিআইডব্লিওটিএ-জেলা পরিষদের দ্বন্দ, মামলার নামে ধোকাবাজি মূলত ইজারাদারের পকেট ভারি করার কৌশল। এই ঘাটে বারবার নিরীহ যাত্রীদের হত্যা করা হলেও কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কোন পদক্ষেপ নিতে দেখিনি। অথচ অন্যায়ের বিরুদ্ধে সাধারন যাত্রীরা প্রতিবাদ করায় ৯ জনকে মিথ্যা মমলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। যাদের আটক ও নির্যাতন করা হয়েছে তারা সন্দ্বীপের গর্বিত সন্তান।’

সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি বলেন, ‘কুমিরা ঘাটের ঘটনায় ৯ জন সাধারন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার প্ররোচনা দিয়েছে ঘাটের কর্মচারিরা। তারেক নামের এক কর্মচারি কর্তৃক সাধারন এক যাত্রীকে নির্যাতনের ছবি সবাই দেখেছেন। অবিলম্বে তাকে চাকরী থেকে বরখাস্ত করতে হবে। যাদের নামে মামলা দেওয়া হয়েছে সরাসরি প্রতিবেদন দিয়ে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে।’

সন্দ্বীপ নাবিক এর আহবায়ক মো. সোহেল বলেন, ‘কুমিরা-গুপ্তছড়া ঘাটে প্রতিদিন যাত্রীদের হয়রানি, লাঞ্ছিত করা হয়। সিরিয়ালে দাঁড়িয়ে থাকেন যাত্রীরা, ব্ল্যাকে টিকেট বিক্রি হয়। অন্যায়ের প্রতিবাদ করায় ৯ জন সাধারন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

সাংবাদিক চারু মিল্লাত বলেন, ‘সন্দ্বীপের মানুষকে এই যুগেও কোমরপানিতে ভিজে, অনেকক লাঞ্ছনা ভোগ করে সন্দ্বীপ আসতে হয়। পাশের ভাসানচরে রোহিঙ্গারা নৌপথে নিরাপদে যাতায়াত করতে পারে, অথচ বাংলাদেশের নাগরিক হয়েও সন্দ্বীপবাসী নিরাপদ নৌ যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত। এই দূর্ভোগ ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করে রাখা হয়েছে। এই দূর্ভোগ লাঘব হলে রাজনৈতিক নেতা ও প্রশাসনের কমিশন বন্ধ হয়ে যাবে, বানিজ্য বন্ধ হয়ে যাবে।’

সমাজকর্মী মো. সাইফ বলেন, ‘কুমিরা- গুপ্তছড়া ঘাটের ইজারাদারের গুন্ডাবাহিনী সাধারন যাত্রীদের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছে। যাত্রীদের মারধর করে রক্ত ঝরিয়েছে। গাড়ির ভেতর জিম্মি করে ছুরি দেখিয়ে হত্যার চেস্টা করেছে। মোবাইল, মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে। ৯ জন যাত্রীকে আটক করে তাদের ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি।’

বুধবার (২৮ জুন) চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার কুমিরা ঘাটে সন্দ্বীপগামী যাত্রী ও ঘাট কর্তৃপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ঘাট কর্তৃপক্ষের লোকজন ৯ জনকে আটক ও মারধর করে সিতাকুন্ড থানা পুলিশের কাছে সোপর্দ করে।

বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা নৌঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভবন ভাঙচুর করার ঘটনায় বিআইডব্লিউটিএর উপপরিচালক নয়ন শীল বাদী হয়ে সিতাকুন্ড থানায় একটি মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়। বৃহঃপতিবার বিকেল ৫ টায় জামিনে মুক্ত হন তারা।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান