তারিখ লোড হচ্ছে...

শেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

 

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান উদযাপিত হয়। জেলা ও উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালীর।  জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে দলীয় স্লোগান দিতে দিতে শেরপুর থানা মোড়ে এসে সমাবেশে করে।

জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সাবেক ছাত্রদল সভাপতি আকরামুজ্জামান রাহাতসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বাংলাদেশের মানুষ শতভাগ জামাতের দিকে ঝুঁকে গেছে: মতিউর রহমান

ময়মনসিংহ সাংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, যুব সমাজের মতের প্রতিফলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ শতভাগ জামায়াতের দিকে ঝুঁকে গেছে বা ঝুঁকছে। তাই বর্তমান প্রক্রিয়াতেই আমরা ক্ষমতায় চলে আসবো। রোববার (৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান আকন্দ বলেন, আমাদের পিআর পদ্ধতির প্রয়োজন নেই, কারণ প্রচলিত নির্বাচনী ব্যবস্থার ভিত্তিতেই জামায়াত জনগণের সমর্থনে এগিয়ে আসছে। তবে আমরা চাই একটি স্থায়ী ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, যেখানে জনগণের শতভাগ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জামায়াতের মিছিলে বাধা দেয়া হচ্ছে, দোকানদারদের ভয় দেখানো হচ্ছে, থানায় গিয়ে নেতাকর্মীদের নামে মামলা দেয়া হচ্ছে এগুলো নির্বাচনী পরিবেশের জন্য শুভ লক্ষণ নয়।

তিনি দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত গণহত্যা ও নির্যাতন হয়েছে, শাপলা চত্বর, পিলখানায় হত্যাকাণ্ডসহ অন্যান্য ঘটনার বিচার হতে হবে। আওয়ামী লীগ গত সাড়ে পাঁচ বছর ধরে দেশের জনগণের ওপর জুলুম চালিয়েছে। একটি রাজনৈতিক দল যদি দিল্লী থেকে পরিচালিত হয়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম