তারিখ লোড হচ্ছে...

অর্ণবের অ্যালবাম আসছে এক দশক পর

ডেস্ক রিপোর্টঃ

জনপ্রিয় কণ্ঠশিল্পী সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব। যিনি সব সময়ই শ্রোতাদের দিয়েছেন সংগীতের এক ভিন্ন স্বাদ। নিজের মৌলিক গান দিয়ে তিনি যেমন জয় করেছেন অনুরাগীদের মন, তেমনই পুরোনো অনেক গানকে নতুনভাবে তুলে ধরেও দেখিয়েছেন মুন্সিয়ানা।

এবার ভক্ত-অনুরাগীদের জন্য বড় এক চমক নিয়ে আসছেন অর্ণব। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে তার নতুন মৌলিক অ্যালবাম ‘ভাল্লাগেনা’। এটি প্রকাশ করছে (আধখানা মিউজিক)।

জানা গেছে, মোট আটটি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। সবচেয়ে বেশি চমকপ্রদ খবর হলো এই গানগুলোর মধ্যে কিছু গান তৈরি হয়েছে খ্যাতিমান কবিদের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে। বাকি গানগুলো লিখেছেন অর্ণব ও তার বন্ধুরা। অ্যালবামের প্রতিটি গানের সুর ও সংগীত পরিচালনার গুরুদায়িত্ব সামলেছেন তিনি নিজেই।

 

আবারও পুত্র সন্তানের বাবা হলেন নগরবাউল জেমস

ডেস্ক রিপোর্ট :

পুত্র সন্তানের বাবা হয়েছেন রকস্টার নগরবাউল জেমস। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। রথি এরপর আবার বিয়ে করেন।

আর চলতি বছরের জুনে জেমস ও নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম।এবার বাবা হওয়ার চার মাস পর সংবাদমাধ্যমে পুত্রসন্তান জন্মের অনুভূতি জানাতে গিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে জেমস বলেন, এ অনুভূতি অসাধারণ! এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।ব্যক্তিজীবনে এর আগে দুবার বিয়ে করেছেন জেমস। তার প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম