তারিখ লোড হচ্ছে...

অরিজিৎ সিং বাংলাদেশে আসছেন

বিনোদন ডেস্ক:

বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। যার কণ্ঠে মুগ্ধ কোটি কোটি শ্রোতা,যার গানে প্রেম,বেদনা আর স্মৃতির মায়াজালে ভরা,সেই জনপ্রিয় সংগীতশিল্পী এবার সরাসরি মঞ্চ মাতাতে আসছেন বাংলাদেশের সংগীতপ্রেমীদের মাঝে।

ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো প্লাটফর্ম থেকে অরিজিৎ আসার বিষয়ে এরই মধ্যে অনলাইন প্রচারনা শুরু করেছে।

তবে কবে আসবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য,এর আগেও বাংলাদেশে এসেছেন অরিজিৎ সিং। সবশেষ তিনি ২০১৬ সালে বাংলাদেশে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে পারফর্ম করেন আর্মি স্টেডিয়ামে।

 

মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান

নিজস্ব রিপোর্ট:

দুই বাংলার নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান এবার ভক্তদের চমকে দিলেন এক অনন্য ফটোশুটে। মা রেহানা মাসউদের বিয়ে ও বউভাতের শাড়ি পরে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ৪৫ বছর আগের সেই শাড়িগুলোতে সোনার সুতোয় কাজ  আর তাতে লুকিয়ে আছে যেন এক চিরন্তন রূপকথা যা এখনো নতুন বিবাহের গন্ধে ভরপুর। মায়ের শাড়ি পরে ফটোশুট করে জয়া আহসান তা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর  আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি, একটা বিয়ের একটা বউভাতের। বাবা কিনে নিয়ে গিয়েছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনো ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম