তারিখ লোড হচ্ছে...

খাগড়াছড়িতে জাকের পার্টির জনসভা

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি উপজেলা প্রতিনিধিঃ

শান্তি, স্থিতিশীলতা ও জনকল্যাণের বার্তা নিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির জনসভা। বুধবার খাগড়াছড়ি মুক্তমঞ্চে আয়োজিত এ জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভার আগে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, যা নেন্সী বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে জনসভায় মিলিত হন নেতাকর্মীরা।

জাকের পার্টির চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সম্পাদক সুজন বড়ুয়ার সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা জাকের পার্টির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। তিনি বলেন, “জাকের পার্টি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলেও আমরা চাঁদাবাজি বা টেন্ডারবাজির সঙ্গে যুক্ত নই। বরং নিজেদের অর্থ ব্যয় করে মানুষের পাশে থাকার চেষ্টা করি।”

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ড. সায়েম আমীর ফয়সাল, মামুনুল ইসলাম খোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও খাগড়াছড়ি জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শান্তি, সম্প্রীতি ও নৈতিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন এবং খাগড়াছড়িতে জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

এস.আলমের ব্যাংকের ৪০০ কোটি দিলীপ আগারওয়ালের পকেটে

স্টাফ রিপোর্টার:
কেঁচো খুঁড়তেই রীতিমত সাপ বেরিয়ে আসতে শুরু করেছে। বিচি দিলীপের কত যে কীর্তি তার যেনো ইয়ত্তা নেই। লুটেরা লুটেরাদের মধ্যে পীড়িতির কমতি নেই। এস আলমের ভাই লাবুর মাধ্যমে দিলীপ ৪০০ কোটি টাকা লোন নিয়ে হজম করলেও টু শব্দটি পর্যন্ত উঠেনি। ডায়মন্ড বাবু ওই টাকার মধ্যে গুলশানে আকাশ টাওয়ারে ১২০ কোটি টাকায় ৭টি ফ্লোর আর ৭০ কোটি টাকায় শান্তা টাওয়ারে ২টি ফ্লোর কিনেছে।
রাতারাতি এতো যে শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে সেসবের উৎস খুঁজে দেখার যেন কেউ নেই। দুদক, এনবিআর, আয়কর গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে সরকারের রং বেরঙের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কোনো খবর নেই? আমাদের মত ছাপোষা সাংবাদিকরা যদি এসব তথ্য পেয়ে যাই তাহলে সরকারি সংস্থাগুলো থাকে কোথায়??
দিলীপ ভারতে পান্না ডায়মন্ড নামে ৫ টি শোরুম কিভাবে করল? টাকা পাঠালো কিভাবে? অস্ট্রেলিয়ায় শোরুম করল কিভাবে? বাংলাদেশ ফাইনেশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কী করছে? দুদক কী করছে? দুদক এসব খতিয়ে দেখা ছাড়াই আগেভাগে কিভাবে তার অনুসন্ধান নথিভুক্ত করল? ডায়মন্ড ওয়ার্ল্ড এর ওয়েব সাইটে সব তথ্য দেয়া আছে। কিন্তু দুদক ও বিএফআইইউ পায় না কেন?

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম