তারিখ লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মোবাইল এবং ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত হতে বৃহস্পতিবার ১২টি ভারতীয় অবৈধ মোবাইল ফোন এবং ২৭২টি কসমেটিকস সামগ্রী জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যে কোন অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক  অবস্থানে। বিজিবি সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক ০২টি অভিযানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং অপর আরেকটি অভিযানে সোনামসজিদ আইসিপি এলাকা হতে বিভিন্ন প্রকার ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করতে সক্ষম হয়।

 

জব্দকৃত পণ্যগুলো বিধি মোতাবেক কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জব্দের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।  শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় ” সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে পতাকা উত্তোলন সহ বর্ণাঢ্য র‍্যালি ও জেলা প্রশাসক কার্যালয়ে কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাকিব হাসান তরফদার।

 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং স্পেশালিস্ট কৃষিবিদ মোঃ জহুরুল ইসলাম,পলশা মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ফজলে রাব্বি, অগ্রণী সেচ-প্রকল্পের সভাপতি মোঃ সাইফুল ইসলাম গাজী, সমিতির পক্ষ হতে বক্তব্য দেন পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেসবাহুল হক ও সমিতির সদস্য মোসাঃ তানিয়া বেগম প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম