তারিখ লোড হচ্ছে...

মুক্তিযোদ্ধার জমি জালিয়াতি করে বিক্রির পায়তারা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্টার্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল কমান্ডারের জমি বিক্রি করা ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক আওয়ামী লীগ নেতা গুজা লিটন ও শাহিন পারভেজের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্নভাবে হুমকি ও হয়রানির মধ্যে পড়েছেন মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী রিহিমা বেগম ও তার ছেলে রকিবুল ইসলাম ইমন।

ভোক্তভোগীর পরিবার জানায়, ১৯৮৪ সালে সিদ্ধিরগঞ্জ কদমতলি নয়াপাড়া এলাকায় ১৭ শতাংশ জমি ক্রয় করে দলিল সম্পাদন করেন। সেই থেকে জমি ভোগদখল করে আসছেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল কমান্ডার। ২০১২ সালে মুক্তিযোদ্ধা ইসমাইল কমান্ডার মৃত্যুবরণ করিলে তারপর থেকেই আওয়ামী লীগের নেতা গুজা লিটন ও শাহিন পারভেজ পায়তায় শুরু করে এবং জালিয়াতি করে কিছু জমি অন্যত্র বিক্রি করেন। যখন আমরা জানতে পারি জমির কিছু অংশ নামজারি করে বিক্রি করেছে তখন আমরা জমিতে চাষাবাদের জন্য গেলে গুজা লিটন ও শাহিন পারভেজের বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে আমরা নারায়ণগঞ্জ আদালতের দ্বারস্থ হয়ে শাহিন পারভেজ গংদের বিরুদ্ধে সানি মোকদ্দমা রুজু করা হয়। যাহার নাম্বার ১৪০/২০২৩। বর্তমানে বিবাদীগণ সহ অন্যান্য কতিপয় ব্যক্তি অবৈধভাবে তফসিল বর্ণিত সম্পত্তি নামজারী সহ অন্যান্য কার্যক্রম চালানোর পায়তারা করিতেছে।

ভুক্তভোগী পরিবার আরও জানায়, আমরা এ জমিটি নিয়ে শংকায় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এ বিষয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।

 

জামায়াত একটি ভণ্ড ইসলামি দল: হেফাজতের আমির

জামায়াত একটি ভণ্ড ইসলামি দল: হেফাজতের আমির

চট্টগ্রাম সংবাদদাতা:

জামায়াতী ইসলামী বাংলাদেশকে ভণ্ড আখ্যায়িত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন জামায়াতে ইসলাম একটি ভণ্ড ইসলামী দল, সহীহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয় বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না। সোমবার (৪ আগস্ট) রাতে নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন হেফাজতের এ শীর্ষ নেতা। বাবুনগরী বলেন আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না। তারা কখনও মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।
তিনি আরও বলেন জামায়াত দেশের বৃহত্তর দল নয় বিএনপি হচ্ছে দেশের বৃহত্তম দল। জামায়াত ইসলাম নয়, মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে চায়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম ও বুজুর্গ আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী। এতে আরও বক্তব্য রাখেন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা আবু তালেব ও আনাস সুলতানি প্রমুখ।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান