তারিখ লোড হচ্ছে...

লালবাগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল

মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টারঃ 

বৃহস্পতিবার লালবাগের করিম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান, মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত ও ইসলামী চেতনা জাগরণের উদ্দেশ্যে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও ৬জন ছাত্র পবিত্র কুরআন হিফজ সম্পূর্ণ করার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সমাজে যদি প্রত্যেক ঘর থেকে একজন ছেলে বা মেয়ে হাফেজে কুরআন হয়, তবে তা মা-বাবার আখেরাতের জন্য এক বিরাট সৌভাগ্যের বিষয়।” তিনি উপস্থিত সবার কাছে তাঁর মরহুম মা ও ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন এবং বলেন, আমি যেন ইসলামিক আদর্শে চলতে পারি, আলেম সমাজকে সম্মান দিতে পারি এবং মানুষের কল্যাণে কাজ করতে পারি—এই দোয়া করবেন।”

হামিদুর রহমান হামিদ আরও বলেন, আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৭ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। যদি জনগণ আমাকে সুযোগ দেন, তবে আমি এলাকার মানুষের পাশে থেকে প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই।”

 

তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, আমি এই মাদ্রাসার উন্নয়ন ও হাফেজ ছাত্রদের কল্যাণে প্রতি মাসে নিয়মিত আর্থিক সহযোগিতা করবো।” তাঁর এই ঘোষণাকে উপস্থিত মুরুব্বি, আলেম ও অতিথিবৃন্দ সাধুবাদ জানান এবং মাদ্রাসার ক্রমোন্নতির জন্য দোয়া করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক এস. এম. মতিউর রহমান  ও সভাপতি, নিউমার্কেট থানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিউদ্দিন আহমেদ সেন্টু,  সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, জি. এম. হাফিজুর রহমান, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব

প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর ড. আব্দুল কাদির। প্রধান আকর্ষণ ছিলেন আলহাজ্ব মাওলানা আবুল হাসান বোখারী, সভাপতি, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, পটুয়াখালী জেলা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি সিরাজুল ইসলাম, ইমাম ও খতিব, বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, খোলামোরা, কেরানীগঞ্জ, ঢাকা। কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী মুফতি খালেদ মোশারফ, ইমাম ও খতিব, মসজিদে নূর, শহীদ নগর, লালবাগ। উপস্থাপনায় ছিলেন মাওলানা আবুল বাশার, সিনিয়র শিক্ষক, নুরুল করিম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা।

মাহফিলে এলাকার আলেম-ওলামাসহ বিশিষ্ট গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকের বিরুদ্ধে জিডি

ফেসবুকের বিরুদ্ধে জিডি

ডেস্ক রিপোর্ট:

ফেসবুকের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।  সোমবার (২৫ আগস্ট) ঢাকার মোহাম্মদপুর থানায় এ জিডি করেন তিনি। দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাওলানা মামুনুল হক সামাজিকমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের একপক্ষীয়, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিশিয়াল পেজ একের পর এক রিমুভ ও সাসপেন্ড করা হচ্ছে।

শুধু তা-ই নয়, তার নাম, বক্তব্য বা ছবি প্রকাশ করামাত্রই দলীয় পেজ, গণমাধ্যম এবং ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো অযৌক্তিকভাবে রেস্ট্রিকশনের কবলে পড়ছে। এমন পরিস্থিতিতে তিনি জিডি করেছেন। সামাজিকমাধ্যম ব্যবহার করে কোনো রাজনৈতিক নেতাকে টার্গেট করে বাধাগ্রস্ত করা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর ভয়ংকর আঘাত বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জিডিতে মামুনুল হক উল্লেখ করেন, কয়েক মাস ধরে ফেসবুকে আমার নাম, বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে। ফলে আমার ব্যক্তিগত আইডি ও অফিশিয়াল পেজ একাধিকবার বন্ধ হয়ে গেছে। এতে আমি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি। তিনি আরও বলেন, আইন মেনে থানায় জিডি করেছি। মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারপূর্ণ সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করছি।

জিডির বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ফেসবুক আইডি ও অফিশিয়াল পেজ রিমুভ-সংক্রান্ত বিষয়ে মামুনুল হক সাধারণ ডায়েরি করেছেন। তার পক্ষে দলের কয়েকজন এসে জিডিটি করেন।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম