তারিখ লোড হচ্ছে...

নরসিংদীতে খেলাফত মজলিশের প্রার্থী মহিউদ্দিন জামিলের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামীর নরসিংদীর সার্বিক উন্নয়ন কর্মসূচী বিষয়ে নিজের অবস্থান উপস্থাপন করেছেন নরসিংদী-১ (সদর) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মহিউদ্দিন জামিল।

৩১ অক্টোবর শুক্রবার সকালে নরসিংদী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নরসিংদী জেলা খেলাফত মজলিস।

একইসাথে শিল্পনগরী এবং শিক্ষানগরী হিসেবে পরিচিত নরসিংদীতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ভালো মানের বিশ্ববিদ্যালয় নেই উল্লেখ করে মহিউদ্দিন জামিল বলেন, নরসিংদীতে পঞ্চাশের বেশী কলেজ থাকলেও নেই ভালো মানের কোনো বিশ্ববিদ্যালয়। নির্বাচিত হলে নরসিংদীতে ভালো মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেন খেলাফত মজলিসের এই প্রার্থী।

জুলাই বিপ্লব পরবর্তীতে নরসিংদীর ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়া হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, আমরা নির্বাচিত হলে নরসিংদীতে কোন শিল্প প্রতিষ্ঠানে এক টাকার চাঁদাবাজি হবে না, সেই ওয়াদা আমরা দিচ্ছি। নরসিংদীর একসময়ের জনপ্রিয় সুতা শিল্প এবং তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়েও কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নরসিংদীর বিপুল সংখ্যক প্রবাসীরা যাতে দালালদের দৌরাত্ম্য থেকে মুক্তি পায় এই সমস্যার সমাধানে উচ্চতর প্রশিক্ষণের পাশাপাশি বৈধভাবে বিদেশ যেতে প্রবাসীদের সার্বিক সহযোগিতার ঘোষণা তুলে ধরা হয় সংবাদ সম্মেলন থেকে।

তরুণদের উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখা সহ বিভিন্ন সক্রিয় কর্মকাণ্ডের বিষয়েও নিজের ভাবনা তুলে ধরেন খেলাফত মজলিস মনোনীত এই প্রার্থী এবং ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মহিউদ্দিন জামিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী ২ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী নুরুল আফছার আল আজাদ শাহীন, বিশিষ্ট লেখক মঈন মুরসালিন, এডভোকেট ত্ওহীদুল ইসলাম তুহিন,,ইন্জিনিয়ার ইসমাইল মোল্লা, অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ, মাওলানা শামসুদ্দিন, মাওলানা শরীফুল ইসলাম, নুরুল আফছার শাহীন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা এনামুল, কামাল হোসেন, মাওলানা জহির, মাওলানা কাউসার, মাওলানা এনায়েত উল্লাহ।

রূপগঞ্জের চনপাড়ায় যুবদল ও সেচ্ছাসেবকদলের মধ্যে সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে নিহত ১, গুলিবিদ্ধ ২ আহত- ১০

মোঃ সাজেদুর রহমান,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: – নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় পূর্নবাসন কেন্দ্রে যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতা সমর্থকদের মধ্যে সংঘর্ষ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাছিবুর রহমান নামে এক যুবক নিহত, আরো ২ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ১০ জন।

বুধবার রাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। নিহত হাছিবুর চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে সেচ্ছাসেবকদল নেতা রাব্বানী, করিমের পক্ষের রবিনের সাথে যুবদল নেতা শামীম পক্ষ শাহীনে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির ও তার লোকজন নিয়ে রবিনকে তুলে নিয়ে শামীমের অফিস আটকে রেখে মারধোর করে। বিষয়টি জানতে পেরে ভোর সাড়ে ৩ টারদিকে রাব্বানী ও করিমসহ তাদের লোকজন শামীমের অফিসে রবিনকে ছাড়িয়ে আনতে গেলে শামীমও তার লোকজনের সাথে তাদের সংঘর্ষে বাধে। পরে উভয় পক্ষের গুলি বর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় সেচ্ছাসেবকলীগ কর্মী হাছিবুর, রাসেল ও বাশারসহ কমপক্ষে ১০ জন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন হাছিবুর। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে গত মঙ্গলবার দিন শেষে রাতভর সংঘর্ষের ঘটনায় বুধবার সকালে পুলিশ ও র‍্যাব যৌথভাবে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। উদ্ধার করাহয় বিপুল পরিমান দেশীয় অস্ত্র।
এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম