তারিখ লোড হচ্ছে...

যোগদান করেই ভোলাহাটকে দুর্নীতিমুক্তের ঘোষণা এসিল্যান্ডের

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় যোগদান করেছেন উপজেলা ভূমি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামিম হোসেন। কর্মস্থলে যোগদান করেই ভোলাহাটকে দালালমুক্ত, স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে ভোলাহাট উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড হিসেবে যোগদান করে জনগণের উদ্দ্যেশ্যে এক বার্তায় তিনি এমন ঘোষণা দিয়েছেন।

সদ্য যোগদানকৃত এসিল্যান্ড আরও বলেন, এই অঞ্চলের মানুষের সেবা করা আমার জন্য একান্ত গর্ব ও দায়িত্বের বিষয়। ভূমি সংক্রান্ত যেকোনো আবেদন, নামজারি, খাজনা পরিশোধসহ ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে সবাই যেনো নিজেই আবেদন করেন। কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে নয়। দালালের মাধ্যমে আবেদন করলে অনেক সময় প্রতারণার শিকার হতে হয় ও অপ্রয়োজনীয় ভাবে বেশী অর্থ ব্যয় হয়।

তিনি আরো বলেন, ভূমি অফিস জনগণের সেবার জন্য। আমার অফিসের দরজা সর্বদা জনগণের জন্য খোলা থাকবে। সৎ, স্বচ্ছ ও নির্দ্বিধায় সেবা প্রদানই আমার মূল লক্ষ্য। আসুন, সবাই মিলে একটি দালালমুক্ত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলি। ভোলাহাটের মানুষের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ্।

ভালোবাসার টানে তুরস্কের যুবক সিরাজগঞ্জে

ইসরাফিল শেখ(সিরাজগঞ্জ) শাহজাদপুর:

প্রেম এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তিগুলির মধ্যে একটি। প্রেম মানে না কোন বাধা। তাইতো সাড়ে ৪ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে বাংলাদেশী তরুণীর প্রেমের টানে তুরস্কের যুবক ছুটে এলেন বাংলাদেশে।

প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরুপা এ দেশের সবুজ বন বনানী, সুবিশাল সমুদ্র উপকূলবর্তী বন,
বনরাজি, নদনদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে আসছে।

তাইতো গ্রামের সহজসরল মানুষের জীবন যাপনে মুগ্ধ হয়ে তুরস্কের এই যুবক হাজার হাজার মাইলের দূরত্ব ভালোসার পরাজিত করে ৩ বছরের প্রেমের সম্পর্ককে মূল্য দিতে বিয়ে করে ফেললেন বাংলাদেশী তরুণী মল্লিকাকে।

মল্লিকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের কন্যা। ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্ট্রাগ্রামে নিজের আইডিতে নিজের ছবি পোস্ট করেন মল্লিকা।সেই ছবি দেখে পছন্দ করে ফেলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক।

এরপর থেকে শুরু হয় ভাবের আদান প্রদান। তারপর শুরু হয় প্রেম। দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে সাড়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত রবিবার বাংলাদেশে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। অবশেষে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোমবার রাতে। ভিসা প্রসেসিং শেষে তুরস্কে পাড়ি দিবেন বলেও জানান এই দম্পতি।

মুস্তফা ফাইকের সাথে কথা হলে তিনি জানান, বাংলাদেশে এসেছেন প্রেমের টানেই এবং পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত। সেই সাথে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর বলে জানান এই যুবক।

এদিকে মল্লিকা জানান তিন বছরের সম্পর্ক মুস্তফা ফাইকের সাথে। আমার পরিবারের সম্মতিতে বিয়ে হওয়ায় আমি অনেক খুশি আমার মনের মানুষকে পেয়ে ।ভিসা প্রসেসিং হলে স্বামীর সাথে পাড়ি জমাবেন তুরস্কে।

মল্লিকার মা ও স্বজনেরা এমন বিয়ে মেনে নিয়ে তারাও আনন্দ প্রকাশ করেছেন। অপরদিকে এলাকাবাসী এ খবর পেয়ে দলে দলে ভীড় জমাচ্ছে মল্লিকার বাড়িতে।এলাকার সকলেই বিদেশি জামাই দেখতে পেরে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান